কিলিমানজারো অগ্নেয়গিরির তিনটা কোনের একটি হচ্ছে এ মাউনজি
উচ্চতার দিক থেকে এই পর্বতের ২য় সর্বোচ্চ উচু কোন এটি যা ৫,১৪৯ মিটার (১৬,৮৯৩ ফিট)। কিবো হচ্ছে কিলিমানজারো পর্বতের মূল কোন, যার সর্বোচ্চ পয়েন্টের নাম উহুরু পিক যা ৫,৮৯৫ মিটার বা ১৯,৩৪১ ফিট উচু। এই দুটি কোনের মধ্যে দূরত্ব প্রায় ১১ কিমি। এ ছবিটা যখন তোলা হয় তখন আমি কিবোর স্টেলা পয়েন্টের কাছে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যা ৫,৭৫৬ মিটার বা ১৮,৮৮৫ ফিট উচু। কিলিমানজারোর দুটি কোন শিরা ও মাউনজি এখন মৃত। ধারণা করা হয় সর্বশেষ দেড় লক্ষ বছর আগে এগুলো থেকে অগ্নুৎপাত হয়েছিল। তবে কিবো এখনও সুপ্ত অবস্থায় আছে। কিবোর চূড়া সব সময় বরফে ঢেকে থাকে।
Post Copied from:Muhammad Hossain Shobuj>Travelers of Bangladesh (ToB)
Tags: