কথা দিচ্ছি, স্বরনীয় একটা ট্যুর হবে

চলুন না, ভিন্ন একটা জায়গায়। প্রাইভেটকার হোক কিংবা সাধারণ বাসে, অথবা মোটরসাইকেলে । একা হোক কিংবা দলবদ্ধ। কথা দিচ্ছি, স্বরনীয় একটা ট্যুর হবে।

শেরপুর এর গারো পাহাড়। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই শেরপুর। ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা যায় এবং রাস্তাঘাটও এখন অনেক ভালো কন্ডিশনে। মধুটিলা ইকোপার্ক এবং গজনী অবকাশ এর সাথে এখন বোনাস হিসেবে পাচ্ছেন পাহাড়ের ভেতর দিয়ে একেবেকে চলা বর্ডার রোড। অন্যান্য জায়গার তুলনায় থাকা কিংবা খাওয়া খরচও তুলনামূলক সাশ্রয়ী। এই পর্যটন মৌসুমে একদিন কিংবা দুইদিনের ট্যুর প্ল্যান এবং অন্যান্য প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। সকল উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।

যাত্রাপথ: ঢাকার মহাখালী থেকে সোনার বাংলা কিংবা অন্যান্য বাসে সরাসরি শেরপুর। শেরপুরের খোয়ারপার মোড় থেকে সিএনজিতে সরাসরি মধুটিলা ইকোপার্ক কিংবা গজনী অবকাশ। এছাড়াও এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ব্যাটারিচালিত অটোরিক্সা তো আছেই।।

খরচ : ১ দিনের ট্যুরের জন্য জনপ্রতি ১৫০০ টাকা হলেই হবে। এরপরও মানিব্যাগ এর চিপায় একটা ৫০০ টাকার নোট থাকাটা উত্তম।

পুনশ্চঃ যে ছবিটা দিয়েছি, চাঁদনি রাতে ওই ন্যাড়া পাহাড়ের উপরটায় বসে থাকলে কেমন লাগবে তা একবার কল্পনা করুণ তো।।

Post Copied From:Asif Shahneoaz Tushar‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment