শীতে সাজেক ট্যুর এ করনীয়

সাজেক টু্র প্লান সুনতে সুনতে আপনাদের কান ঝালাপালা হয়ে গেছে তাই টুর প্লান নিয়ে কিছু লিখলাম না।
কি কি করবেন তাই লিখলাম,,,,,
১.সাজেক শীত অনেক বেশি না অাবার কমও না। তাই অতিরিক্ত শীতের কাপড় নিবার দরকার নাই।কান টুপি নিবেন।
২.সৌদিয়া,শ্যামলী সাজেকের ভাল বাস।
৩.কটেজ বুকিং দিলে ভাল হয় কিন্তু না দিয়ে গেলেও থাকার যায়গার সমস্যা হবে না।কটেজ দামাদামি করে নিবেন যেমন:2 হাজার বললে ১২/১৪ শ।
৪. খাগড়াছড়ি নেমে বাসের ফিরতি টিকিট কেটে নিবেন, বিশেষ করে ছুটির দিন গেলে।
৫.অার্মি ক্যান্টিন অাছে, খাবারের মান ভালো। বিশেষ করে যারা অমুসলিমদের রান্না খেতে চান না।তবে পাহাড়িদের হাতের রান্না অসাধারন।
৬.ব্যম্বো চিকেন,স্যসমামুং পিঠা(জেলা পরিষদ পার্ক),সিসটেম হোটেল(খাগড়াছড়ি শহর),তেতুল চা এগুলো যেন মিস না হয়।
৭.সাহস করে গাড়ির ছাদে না উটলে মজা কম পাবেন তবে অনেক সাবধান,,,বিশেষ করে গাছের ডাল থেকে।
৮.সব মিস হলেও অালুটিলা গুহা যেন মিস না হয়,গুহায় খালি পায়ে যাবেন অার হাতের মশালের অাগুন যখন নিভে যেতে লাগবে তখন মশালটা সামনের দিকে নিবেন,,,,
৯.চাদের গাড়ি অবশ্যই সাদা গুলো(পিকাপ) নিবেন,সবুজ গুলো নিলে ঝামেলায় পড়তে পারেন।
১০.চাদের গাড়ি ফিক্স হলেও কিছুটা কমানো যায়।
সবার যাত্রা শুভ হোক

Post Copied From:Shovon Hossain‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment