এই শীতে এমন সুন্দর সূর্যোদয় দেখতে চাইলে যেতে পারেন ঢাকার কাছে আড়াইহাজার মেঘনায়।।

জায়গায় জায়গায় নিরাপদ বালির বিশাল বিচ, বিশাল বট গাছের নীচে, অথবা নদীর মাঝখানে ৪ কিলোমিটার মখমলের মত নরম সবুজ ঘাস + কাশবন + দারুন বালির বিচ এ ক্যাম্পিং এর জন্য একদম পারফেক্ট।।।

কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে খেজুরের রস, নদীর পাশে বিশাল সব শরিসা খেত, আর খাবার জন্য নদীর তাজা মাছ তো আছেই।।

ক্যাম্পিং স্পট : ১. বিশনন্দী ফেরিঘাট এর আশেপাশে ২. টেটিয়া টাওয়ার এ বটগাছের নীচে ৩. চৌদ্দারচর খাগকান্দা। নিরাপত্তা নিয়ে সমস্যা নেই।।। খুব হেল্পফুল এলাকার জনগন

ঢাকা থেকে লোকালি আসার রাস্তা ২ দিক দিয়েই ৪/৫ কিলোমিটার ভাঙা, প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে আসলে রূট ১ (৩০০ ফিট, ছনপাড়া, পুরিন্দা, আড়াইহাজার, এখান থেকে জাংগালিয়া হয়ে টেটিয়া অথবা খাগকান্দা )

রূট ২ ; ডেমরা/ কাচপুর, তারাবো, বাংলার তাজমহল, বালিয়াপাড়া, প্রভাকরদি, জাংগালিয়া, উচিতপুরা, খাগকান্দা ঘাট অথবা উচিতপুরা, দয়াকান্দা, টেটিয়া

Post Copied From:Shahinoor Araihazari>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment