সাতার কাটতে কার না ইচ্ছে হয়

এরকম স্বচ্ছ জলে একবার সাতার কাটতে কার না ইচ্ছে হয়…!

হালকা সবুজ রঙের পানি,১৫-২০ ফুট গভীর কিন্তু একদম নিচ পর্যন্ত দেখা যায়,রৌদ্রময় দিনে আপনি অনায়াসে পানিতে নৌকার ছাড়া দেখতে পারবেন!কখনো কখনো মনে হবে নৌকাগুলো পানিতে নয় শুন্যে ভাসছে!

কিভাবে যাবেনঃ আফসোসে কথা হলো জায়গাটা বাংলাদেশে নয়,ইন্ডিয়ার ডাউকি।

আমরা আমরা বাংলাদেশের জাফলংয়ে দাঁড়িয়ে যে ব্রীজটা দেখি,তা এই ব্রীজের নিচের দৃশ্য! ইশ,আরেকটু হলেই আমাদের হয়ে যেতো!

এখানে যেতে হবে আপনার ইন্ডিয়ার ভিসা থাকতে হবে।তারপর তামাবিল সীমান্ত পার হয়ে,শেয়ার জীপে ৫০ রুপি দিয়ে চলে যান ডাউকি ব্রীজে।

Post Copied From:Bishan Sadid>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment