ষাইট্টার বটগাছ

মনে হয়না ঢাকার এত কাছে এত বড় আর কোন মহীরুহ টিকে আছে এখনো। বিশাল এলাকা নিয়ে অবস্থিত ষাইট্টার বটগাছটি। দূর থেকে দেখলে মনে হবে একটা সবুজ তাবু বিছানো। তলে আসলে মনে হবে সেই সবুজ তাবুতে ঢুকে পড়েছেন। গাছ আসলে দুইটা। একটা বট-আরেকটা পাকুড়। নিচে মন্দিরও আছে। এলাকায় এই বটগাছকে নিয়ে নানা মিথ প্রচলিত। বিশেষ করে পূর্ণিমা রাতে গাছতলে একদল শিশুকে খেলা করতে দেখেছেন এমন দাবীদার প্রত্যক্ষদর্শী দু-তিনজনের সাথে কথা হলো। আরেক কাহিনী শুনলাম ধানতারা বাজারে। এই বটগাছের ডাল কাটলে নাকি ক্ষতি হয় তাই এভাবে মাটি পর্যন্ত পৌঁছে গেছে ডালপালা। ডাল পালা কেটে কয়েকজন মারা গেছেন তাই নাকি ভয়ে কেউ ডাল কাটে না। যাই হোক আমি এসব বিশ্বাস করিনা কিন্তু শুনতে বেশ ভালোই লাগে।

যেভাবে যাবেন: গাবতলী থেকে বাসে ধামরাই, ধামরাই থেকে লেগুনায় ধানতারা বাজার, সেখান থেকে রিকসায় ষাইট্টার বটগাছ বললেই নিয়ে যাবে

Post Copied From:Apu Nazrul>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment