গন্তব্য-সাজেক ভ্যালি

27 November 2017
#Day_1
গন্তব্য-সাজেক ভ্যালি
বাসে করে রাজশাহী-ঢাকা-খাগড়াছড়ি
#Day_2
খাগড়াছড়ি থেকে সিএনজি করে দীঘিনালা,সেখান থেকে আগেই ঠিক করা চাঁদের গাড়ি করে সরাসরি সাজেক ভ্যালি।।।
সাজেক এর যাওয়ার পথে অন্যরকম এক অনুভূতি কাজ করে আদিবাসী শিশুগুলো ছিলো অনেক সৌহার্দপূর্ণ, সকলেই হাত নেড়ে স্বাগতম জানায়।।।সাজেকের পথ ছিলো অনেক আঁকাবাঁকা এবং উঁচুনিচু কিন্তু অভিজ্ঞতা ছিলো অসাধারণ।।।শেষমেশ সাজেক এর মনোরম পরিবেশ এবং পাহাড় দেখে মন জুড়িয়ে যায়।।।কটেজ গুলো সুন্দর ভাবে দারিয়ে রয়েছে দুপাশে।।।তারপর সারাদিন সাজেক এর পাহাড় দেখে সন্ধার কিছু আগে গেলাম সাজেক এর চূড়ায়, ওখানে সূর্য মামাকে বিদায় দিয়ে রাতের সাজেকে ঘুরাঘুরি।।।
#Day_3
সূর্য উঠার আগেই চলে গেলাম হ্যালিপ্যাড এ সেখান থেকেই বুঝলাম সাজেককে কেন মেঘে সর্গ বলা হয়।।।প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে দিয়েছে এখানে।।।সাজেক এর দুই পাশে দুই রকম সৌর্দয্য যা আর বেশি আকর্ষণীয়।।।তারপর দুপুর পযন্ত সাজেক এর অপরূপ সাজ দেখে পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিয়।।।
এক কথায় সাজেক এ কাটানো সময় গুলো ছিলো স্বপ্নের মত😊
আমার দেখা সাজেকের একাংশ👇

Post Copied From:Ali Akbor Sumon‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment