পীরগাছা রাবার বাগান

পীরগাছা,টাঙ্গাইল

বিশাল আয়তনের মধ্যে অসংখ্য সাড়িতে দাঁড়ানো অগণিত রাবার গাছ আপনাকে মুগ্ধ করে তুলবে নি:সন্দেহে!

সাড়ি সাড়ি রাবার গাছ দেখে আপনার মনে হবে একদল বৃক্ষসৈন্য দাঁড়িয়ে আছে আপন মহিমায়। নিজ স্থান রক্ষায় সর্বদা প্রস্তুত।

হাতে ক্যামেরা থাকলে (নয়তো আপনার মোবাইলেই!) তুলে ফেলতে ইচ্ছে করবে অনেকগুলো ছবি। ছবির মতই সুন্দর এই রাবার বাগান। অসম্ভব নীরব পরিবেশ আর অসংখ্য গাছের মধ্যে আপনি হারিয়ে যেতে চাইবেন বারবার।

দিনে গিয়ে দিনে আসার মত জায়গা
ঢাকা থেকে অনেক বাস যায় টাঙ্গাইল। ভাড়া ১৫০ থেকে শুরু।
টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে ৫০/৬০ টাকা ভাড়া দিয়ে বাসে যাবেন মধুপুর। সেখান থেকে অটোতে করে যাবেন পীরগাছা রাবার বাগান।

(আমরা এভাবেই গিয়েছি। অন্যভাবেও যাওয়া যেতে পারে।আমরা টাঙ্গাইল ট্যুরের অংশ হিসেবে এই জায়গায় যাই। বেশিক্ষণ থাকিনি আমরা। দূর থেকে টাঙ্গাইল গেলে টাঙ্গাইলের অন্য জায়গাগুলোও দেখে আসবেন)

সতর্কতা: জায়গাটা খুবই নীরব এবং এই এরিয়াতে মানুষ খুব কম। বনের ভেতর দিয়ে মানুষ অনেক কম আসা যাওয়া করে। সন্ধ্যা হবার বেশ খানিকটা আগেই চলে আসার চেষ্টা করবেন।

গ্রুপে এটাই প্রথম পোস্ট
প্রতি পোস্টে একটার বেশি ছবি দেয়া যায় না বলে এই পোস্টে শুধু রাবার বাগান নিয়েই বললাম

ধন্যবাদ!

Post Copied From:Samiul Pranto‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment