উদালিয়া ঝর্ণা
প্রাকৃতির মাঝে লুকিয়ে আছে অনেক অপূর্ব সৌন্দর্য, এমনই একটি অপূর্ব স্থান হল উদালিয়া। পাহাড়-ঝর্ণা-ছোট ছড়া-গহিন অরণ্য সব মিলিয়ে উদালিয়া একটি অসাধারন প্রাকৃতিক স্থান। এখানে বিশেষ আকর্ষণ হল ঝর্ণা। একটি বড় ঝর্ণা ও তার আশেপাশে আরও কয়েকটি ছোট ছোট ঝর্ণা রয়েছে এখানে।
অবস্থান–> হাটহাজারী,চট্টগ্রাম।
যাতায়াত–> চট্টগ্রাম-নাজিরহাট রোডের কাটিরহাট নেমে পশ্চিম দিকে ৫-৬ কিলোমিটার গেলেই বশির হাট, বশিরহাট থেকে ছোট পানির ছড়া ধরে ১ঘন্টার মত হাটলেই ঝর্ণার সন্ধান পাওয়া যাবে। সারা বছর পানি থাকলেও ঝর্ণাটি বর্ষাকালেই পূর্ণ যৌবন ফিরে পায়, তাই বর্ষাকালে যাওয়াই উত্তম। আপনি চাইলে লোকাল গাড়িতে করেও যেতে পারেন।।
সতর্কতা–> যাওয়ার সময় শুকনো খাবার ও পানি নিয়ে গেলে ভাল।।
Post Copied From:Ashraf>Travelers of Bangladesh (ToB)
Tags: