মালয়েশিয়ায় ইমিগ্রেশন রুলস পরিবর্তন সম্পরকে কিছু তথ্য
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বাংলাদেশিদের ক্ষেত্রে তাদের রুলস পরিবর্তন করেছে।এখন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার দের ইমিগ্রেশন অফিস পাস হয়ে আসতে হবে।
প্রশ্ন করা হবে বেশ কিছু।যা জানতে চাওয়া হবে
# কেন এসেছেন
# কয়দিন থাকবেন
# রিটার্ন কনফার্ম ফ্লাইট টিকেট দেখবে
# হোটেল কনফার্মেশন থাকতে হবে অবশ্যই।যদি কেউ আত্মীয় অথবা বন্ধুবান্ধব এর বাসায় উঠতে চান তাহলে তাদের লোকাল আইডেন্টিটি/পারমিট/লোকাল ফোন নম্বর ও ঠিকানা কাছে রাখতে হবে।
# ফ্লুয়েন্ট ইংলিশ অবশ্যই
# সব ঠিকঠাক থাকলে কোন সমস্যা নেই তবে এখন যে সমস্যাটা হয় তা হলো সময় লেগে যায় বেশ অনেকক্ষণ।
ঘাবরানোর কিছু নেই,খুব সম্ভবত রোহিংগা/অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই নতুন নিয়ম।
Tags: