রানী রাসমনির ঘাট
আমার শৈশব কেটেছে এই বীচে। আমরা বলতাম দইজ্যারকূল। এখানে পাবেন সাগর, ম্যানগ্রোভ বন, বীচ, স্থানীয় জেলেদের জীবন দেখার সুযোগ। বনের ভেতরের সৈকতটা অধুনা বিখ্যাত গুলিয়াখালীর মত। আসলে গুলিয়াখালী বিখ্যাত হলেও একই রকম স্পট অসংখ্য আছে চিটাগাং কোষ্টে। এমনকি ছবির জায়গাটাও এক যুগ আগে এমনই ছিলো।
জায়গাটা একসময় নির্জন ছিলো। গত আট-দশ বছর ধরে পপুলার হয়েছে। তাই ছুটির দিন বিকেলে বেশ মানুষ হয়। কিন্তু অন্যান্য দিন বেশ নীরব থাকে।
আসল রুপ দেখতে চাইলে সকালের দিকে যাবেন। চোখের সামনেই জোয়ার আসবে ম্যানগ্রোভ বনে। দেখার মত ব্যাপার।
চট্টগ্রামের অলংকার মোড় এসে রিকসাকে সাগরপাড় যাবো বললেই নিয়ে যাবে। ভাড়া ৫০ টাকা।
চট্টগ্রাম শহরের দক্ষিণ কাট্টলীতে অবস্থিত এই বীচকে অনেকেই সাগরিকা বীচ বা হালিশহর বীচ নামেও চেনে।
Post Copied From:Apu Nazrul>Travelers of Bangladesh (ToB)
Tags: