নিকলি হাওর কিশোরগঞ্জ

একদিনের ট্যুর এর জন্য কম বাজেটে ঢাকা থেকে সাড়ে ৩/৪ ঘণ্টা দূরের নিকলি হাওর থেকে ঘুরে আসতে পারেন ।
একইসাথে হাওরের মানুষের সহজ-সরল জীবনযাপন দেখা , নৌকা ভ্রমন করা , পা দুলিয়ে নৌকায় বসে থাকা , পানির মাঝে জেগে উঠা অসম্ভব সুন্দর গ্রাম দেখা ও ঘুরা, তাজা মাছ ভোজন, বেরিবাঁধের হু হু বাতাসে গা বাসানো সম্ভব । পানিতে দাপাদাপি আর ডোবা-ডোবি করা তো বোনাস।

যাতায়াত:
কমলাপুর থেকে সকাল ৭.১৫ তে এগারোসিন্ধুর ট্রেন ছাড়ে কিশোরগঞ এর উদ্দেশে। সময় লাগবে ৪ ঘণ্টার মতো ।১ম শ্রেণির টিকেট ২০০, শোভন সিট ১২৫ ।বুধবার এগারোসিন্ধুর বন্ধ থাকে।স্টেশান থেকে নিকলি হাওড় সিএনজি তে যেতে একঘন্টা সময় লাগে । ভাড়া পড়বে জন প্রতি ৭০ টাকার মতো (সিএনজি),লেগুনা (৪০/৫০ টাকা নেয়)।

ঢাকার সায়দাবাদ এর গোলাপবাগ বাসস্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ , ভাড়া ২২০/- । সময় ৪ ঘণ্টা ।
এয়ারপোর্ট থেকে বাসে গাইটাল ভাড়া ২১০/(অনন্য সুপার)।
গাজীপুর চৌরাস্তা থেকে গাইটাল সিএনজি ভাড়া ২০০/-
বাস ভাড়া ১৮০/-
গাইটাল থেকে পুলেরঘাট অটো ভাড়া ২০/-
পুলের ঘাট থেকে নিকলি অটো ভাড়া ২৫/
সিএনজি/লেগুনাতেও পুলেরঘাট থেকে নিকলি যাওয়া যায়।
এছাড়া গাইটাল থেকে সিএনজি রিজার্ভ করেও নিকলি যাওয়া যায় , এখত্রে ভাড়া মাথাপিছু ৮০-১০০ পরতে পারে ।

খাবার:

বেড়িবাঁধ মোড়ে কয়েকটা হোটেল আছে মোটামোটি মানের । আমরা বেড়িবাঁধের একটা হোটেল থেকে খাই । খাবার এর মান ভালো এবং দাম কিছুটা কম মনে হয়েছে ।

থাকার জায়গা:
নিকলি এর আশেপাশে থাকার জন্য তেমন আবাসিক হোটেল দেখিনি । তবে কিশোরগঞ্জ শহরে হোটেল আছে কয়েকটা ।

ট্রলার ভাড়া:
ট্রলার ভাড়া কয়েক(৩-৫) ঘণ্টার জন্য ১০০০/- এর মধ্যে ।
এছাড়া স্পিডবোট দিয়ে ও ঘুরা যায় ।

**ঢাকা থেকে কিশোরগঞ্জ এর যাত্রাপথের রাস্তা মোটামোটি ভালো মানের বলা যায় । আর কিশোরগঞ্জের রাস্তা যথেষ্ট ভালো মনে হয়েছে ।

**বর্ষার সময় নিকলি হাওর ভ্রমনের জন্য বেশ ভালো ।

** কিশোরগঞ্জ শহরের আশপাশে আরও কিছু দেখার মতো স্থান
আছে। যেমন – গুরই শাহী জামে মসজিদ , ইশাখাঁর বাড়ি, শোলাকিয়া ঈদগাহ,গুরই প্রাচীনতম আখরা , পাহাড় খার মাজার

**রাতে চাইলে নৌকায় থাকতে পারেন । তবে এক্ষেত্রে অবশ্যই যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ।

** বাইকারদের জন্য জায়গাটা একটু বেশি ই ভালো ।

** কেউ ঢাকা থেকে বাস এ রওনা দিলে অবশ্যই ৬:৩০/৭ টার আগে রওনা দিবেন । নাহলে জ্যাম ভালো প্যাঁরা দিতে পারে ।

**পিকগুলো এডিট ছাড়া দেওয়া হয়েছে ।

**আর ঘুরতে গিয়ে কেউ ময়লা ফেলবেন না।জায়গাটা খুব পরিচ্ছন্ন। পরিছন্ন রাখুন অগ্রজদের জন্য।**
Source:MD Ashik Khan>‎Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment