বাংলাদেশের দ্বীপসমূহের তালিকা

বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ-
সুন্দরবন।

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ-
ভোলা।

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ-।
-মহেশখালী।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ -। –
সেন্টমার্টিন।

দেশের সর্বদক্ষিণের দ্বীপ
ছেঁড়া দ্বীপ।

দক্ষিণ তালপট্টি দ্বীপ-

হাড়িয়াভাঙা নদীর মোহনায়

অবস্থিত (সাতক্ষীরা)। * নিঝুম দ্বীপ
অবস্থিত-

মেঘনা নদীর মোহনায়।

দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর
নাম-।

-নিউমুর বা পূর্বাশা।

সোনাদীয়া দ্বীপ-কক্সবাজার। * চর
আলেকজান্ডার অবস্থিত

লক্ষ্মীপুরের রামগতিতে
চর নিউটন অবস্থিত

ভোলা জেলার চরফ্যাশন থানায়।
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের
নাম ভোলা (৩৪০৩ বর্গ কি.মি.) *
ভারতের নৌবাহিনী জোরপূর্বক
বেআইনিভাবে দক্ষিণ
তালপট্টি দ্বীপ দখল করে ১৯৮১
সালে।

পর্তুগিজরা বসবাস করত ভোলার
মনপুরা দ্বীপে। * কাপ্তাই লেকে প্লাবিত
রাঙ্গামাটির উপত্যকাকে বলা হয়
ভেঙ্গী ভ্যালি।

কাপ্তাই লেক হচ্ছে মানবসৃষ্ট
কৃত্রিম লেক (আয়তন-৭২৫ বর্গ
কি.মি.) * বাংলাদেশ তথা পৃথিবীর
দীর্ঘতম সমুদ্র সৈকত- কক্সবাজার
সমুদ্র সৈকত।

দ্বীপ সমূহ

১ নোয়াখালি জেলা
২ ভোলা জেলা
৩ চট্টগ্রাম জেলা
৪ কক্সবাজার জেলা
৫ সিরাজগঞ্জ জেলা

নোয়াখালি জেলা

হাতিয়া
সুখচর
তমরুদ্দিন
নলচিরা
চান্দনন্দি
হারনি
চর কিং
বয়রার চর
চালচর
চর পিয়া
নিঝুম দ্বীপ

ভোলা জেলা

ভোলা
মনপুরা
চর মনিকা
চর সাকুচিয়া
চর নিজাম
ঢাল চর
চর কুকরী মুকরী
গাজীপুর
ভেদরিয়
সোনা চর
হাজির হাট
চর নিউটন
চর পাতিলা
চর লক্ষ্মী
চর আইচা
নীলকমল
মদনপুর
মেদুয়া
চট্টগ্রাম জেলা
সন্দ্বীপ

কক্সবাজার জেলা

মহেশখালী
কুতুবদিয়া
সেন্ট মার্টিন্‌স দ্বীপ
সোনাদিয়া
শাহপরীর দ্বীপ

সিরাজগঞ্জ জেলা
চৌহালি

Share:

Leave a Comment