উপমহাদেশের ইসলাম প্রচারের সময় থেকেই এখানে নানা মুসলিম স্থাপত্য গড়ে ওঠে। নির্মাণ শৈলী থেকে অতীত ইতিহাস ঐতিহ্যের ধারণে এইসব মসজিদ গুরুত্বপূর্ণ পুরাকীর্তির মর্যাদা লাভ করে। যদিও সঠিক রক্ষণা বেক্ষণের অভাবে এইসব স্থাপনার অস্তিত্ব আজ হুমকির মুখে। শত শত বছরের সময়কালের সাক্ষী হয়েও এরা আজ হারিয়ে যেতে বসেছে অযত্নে। প্রায় ৫০০ বছর আগে নির্মাণ হওয়া ঐতিহাসিক মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শনের একটি মজিদবাড়িয়া শাহী জামে মসজিদ।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সবচেয়ে প্রাচীন মসজিদের একটি এই মজিদবাড়িয়া মসজিদ। সুলতানি আমলে নির্মাণ হওয়া এই মসজদিওটি মুসলিম স্থাপত্য ও শাসন আমলের অনন্য নিদর্শন। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের মজিদবাড়ীয়া গ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদের নাম অনুসারের এই এলাকার নামকরণ করা হয়। এই এলাকায় এটি ‘মসজিদ-ই-মজিদবাড়িয়া শাহী মসজিদ’ নামে পরিচিত।