রি ডিল লেক (Rhi Dil Lake) মায়ানমার

চাম্ফাই থেকে ২৭ কিমি দূরে মিজোরামের Zokhawthar গ্রাম।মিজোরামের Zokhawthar Boarder থেকে লিখিত অনুমতি নিয়ে যাওয়া যায় মায়ানমারের গ্রাম রিখাদ্বার (Rihkhawar)।মাঝে বয়ে চলেছে নদী।নদীর একপাশে মিজোরাম।আরেক পাশে মায়ানমার।Zokhawthar Boarder থেকে ৩ কিমি দূরে রিখাদ্বার।ঐ গ্রামেই রি ডিল লেক।অসম্ভব সুন্দর রি ডিল লেক।

রি ডিল লেকের একটা ছোট্ট গল্প আছে-রি ও তার ছোট বোন থাকতো বাবা এবং সৎ মায়ের সাথে।অত্যাচারী সৎ মায়ের পরামর্শে বাবা তার ছোট মেয়েকে জঙ্গলে বেড়াতে নিয়ে গিয়ে হত্যা করেন।বনে ছোট বোনের রক্তাক্ত দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে রি।লিসি নামের এক পবিত্র আত্মার মায়া হয় রি কে দেখে।তিনি সন্ধান দেন এক গাছের যার পাতার সাহায্যে রি তার বোনের প্রান ফেরান।তারপর প্রান ফিরে পেয়ে বোন যখন তৃষ্ণায় ছটফট করে তখন কোথাও জল না পেয়ে,রি তখন ঐ পাতার সাহায্যে নিজেকেই হ্রদে পরিনত করে।এভাবেই তৈরী হয় রি ডিল লেক।

যেভাবে যাবেন:-
মিজোরামের রাজধানী আইজল থেকে চাম্ফাই।আইজল থেকে চাম্ফাই ১৮৮ কিমি।চাম্ফাই থেকে Zokhawthar গ্রাম ২৭ কিমি।Zokhawthar Borader থেকে রিখাদ্বার গ্রাম ৩ কিমি।মায়ানমারের রিখাদ্বার গ্রামেই রি ডিল লেক।মিজোরামের Zokhawthar Boarder থেকে লিখিত অনুমতি নিয়ে মায়ানমার প্রবেশ করতে হবে।

আসুন ভ্রমনে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকি।পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

source:  Dip Biswas

Share:

Leave a Comment