কাজী এন্ড কাজী টি স্টেট, তেতুলিয়া

এটি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রওশনপুর নামক গ্রামে অবস্থিত। শহর থেকে কাজী টি এস্টেট এর দূরত্ব আনুমানিক ৫৫ কিলোমিটার। সৌখিনতায় মানুষ কী কী করতে পারে তার এক নিদর্শন হচ্ছে কাজী এন্ড কাজী টি এস্টেটের ব্যক্তিগত বাংলো এবং অফিস কার্যালয়ের পুরো জায়গাটি।

দৃষ্টিনন্দন গেট দিয়ে ভেতরে ঢুকতেই হাতের ডান দিকে রয়েছে লতাপাতার ছায়ায় অন্ধকারাচ্ছন্ন এক প্রবেশপথ। চারিদিকে সবুজের সমারোহে হারিয়ে সে পথের শেষ প্রান্তে গেলেই চোখে পরবে আধুনিক ধাঁচে গড়া কিছু দৃষ্টিনন্দন কটেজ। ভেতরে একটা লেকও আছে, তার পাশেই কয়েকটা কটেজ এবং লেকের ঠিক মাঝেই ব্রিজ পেরিয়ে যাওয়া যায় দৃষ্টিনন্দন বিশ্রামাগারে।

গাছগাছালির ভিড়ে এরকম দৃষ্টিনন্দন কটেজ যেকোনো ভ্রমণপ্রিয় ব্যক্তিকে মুগ্ধ করবেই। ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা, লেক, বিশ্রামাগার, বাংলো, কাঠের কটেজ সবকিছুতেই আছে আভিজাত্য আর নান্দনিকতার স্পষ্ট ছাপ। খোলা মাঠে কিছু ঘোড়াকে দেখা যায় ঘাস খেতে। এছাড়া এখানে সমতল চা বাগানও তো আছেই।

যাবেন নাকি এখানে?
আপনারা চাইলে এইখানে একটা ইভেন্ট দিবো।
তবে অবশ্যই যারা শিওর যাবেন, তারাই মতামত দিবেন।

আর হ্যা, কেউ ব্যক্তিগত ভাবে যেতে চাইলে খোঁজখবর নিয়ে যাবেন। কারণ এইখানে অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয় না। 

source: Ashek Ahmed Shahed‎ <Travel Freak Bangladesh (TFB)

Share:

Leave a Comment