রংপুর টু লাচুং টু কাটাউ যেভাবে যাবেন ও খরচাবলি

রংপুর থেকে সিকিমের রাজধানি গ্যাংটক মাত্র ৩১০ কি,মি,,,আর রংপুর থেকে আমাদের রাজধানি ঢাকা প্রায় ৩৭০ কি,মি,। যাই হোক বুরিমারি বর্ডার যাইতে ১০০ টাকা লাগলো,,,ট্রেন ও অটো তে,,,আগেই ট্যাক্স দেয়া ছিলো তাই শুধুই বর্ডার খরচ ২ পাস মিলে ২০০,,,, আবার অটো ও জীপ এ শিলিগুড়ি ১০০ টাকা,, দুরত্ব ৮৬ কি,মি,,,, দুপুর এ এগ ফ্রাইড রাইস,, ৭০ টাকায় লাঞ্চ সেরে
আমার কিছু কাজ ছিলো তাই সেদিন শিলিগুড়ি তেই রাতে হোটেল এ থাকলাম,,,৫০০ টাকায়,,

এবার যাইতে হবে গ্যাংটক,, ১২৬ কি,মি,
বাস সার্ভিস এ গ্যাংটক ভারা ১৮০ টাকা,, কিন্তু আমাকে আগে যাইতে হবে রংপো,, ১২০ রুপি ভারা লাগলো,,,পারমিশন নিয়েই আবার জীপ এ গ্যাংটক, ৮০ রুপি দিয়ে,,,গ্যাংটক নেমেই জীপ স্ট্যান্ড এর সাথেই এক গেস্ট হাউজে রুম নেই,, ৫৬০ রুপিতে,,,তারপর নর্থ সিকিম যাওয়ার জন্য ট্রাবেল অফিস গুলায় খোজা খুজি করছি,,যে কোন গ্রুপ এ আমাকে নেয়া যায় কি না,,,?
অবশেস এ ২ বাংলাদেশী ও ৫ বিহারের মোট ৭ জনের গ্রুপ এ আমার জায়গা হইলো,,আমি সহ
৮ জন,,, ২ দিন ১ রাত থাকা খাওয়া সহ ২৫০০ রুপি,,,পরদিন সকাল ১০ টায় যাত্রাশুরু লাচুং ১১৮ কি,মি, এর উদ্দেশে,,এই পাহাড় ওই পাহাড়
ঝরনা, তিস্তা নদি,,,এসব দেখতে দেখতে দুপুরের
লান্স করে বিকালে পাহার আর তিস্তা নদি ঘেরা ছোট্ট লাচুং শহরে আসি,,,সেখানে ওদের ঠিক করা হোটেল এ উঠি,,পরে নদির ধারে বসে
পানির শব্দ উপভোগ করি,,,
সিকিম,দার্জিলিং, কালিম্পং এর মানুসেরা এই
তিস্তার জন্যই বেচে আছে,,,কারম এই পানি আর ঝরনার পানি ছাড়া আর তো কোন ভাবে পানি তুলতে পারে না,,, আমরা ইচ্ছে করলেই কল
বসাইতে পারি,,,কিন্তু ওখানে পাহার আর পাথরের জন্য তা পারে না,,
যাই হোক খুব সকালে ঊঠে হোটেলের সামনে
এসে দেখি ভোরের সুরযো পাহারে কেবল আলো ফেলছে,, আর সাদা বরফ পাহার সোনালি
রঙ হয়া গেলো,,ওহ সে এক অদ্ভুত সুন্দর
ব্যাপার,,,নাস্তা সেরে ইয়ামথাং ভেলির দিকে যাত্রা
১৮ কি,মি,,,কিন্তু ১২ কি,মি, যাওয়ার পর রাস্তা বরফে বন্ধ,,,গারি থেকে নেমে ১ ঘন্টা বরফের
সাথে মজা করে গারিতে আসি,,,তখন ড্রাইভার
বলে,, কাটাউ,,,যাইতে ৩০০০ রুপি লাগবে,,
আমরা ২০০০ রুপিতে জবপ্রতি ২৫০ করে
ঠিক করি,,,২৫ কি,মি, রাস্তার ১৫ কি,মি, যায়াই
আবার বরফ,,,গারি যাবে না,,, না গেলেও
আফসোস নাই,,, এখানে যা দেখছি,, তা কে
তো মিনি নিউজিল্যান্ড বললে ভুল হবে না,,,
অপুরব সুন্দর কাটাউ,,,কেউ ওদিক গেলে
মিস করবেন না,,, ইচ্ছে করছিলো না ওখান থেকে আসতে,,,,তারপর আবার জীপে লাচুং,, লান্স
সেরে গ্যাংটক এর দিকে রওনা,,,রাত ৯ টায়
নামলাম,,,,আবার সেই গেস্ট হাউজে ৫৬০ টাকায়
রাত টা থেকে,,, সকালে রংপো ৮০ রুপি তে এক্সিট নিয়ে ১৫০ রুপিতে
শিলিগুড়ি,,, তারপর বাসে করে ৭০ রুপিতে চেংরাবান্দা,,,আবার অটোতে ২০ রুপি বর্ডার,,
পার হয়ে বাস ও অটোতে ১৭০ টাকায় বাড়িতে,,,

Source: Tour Vs Rashu‎ <Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment