একদিনের ট্যুর এ ঘুরে আসতে পারেন বরিশাল এর উজিরপুর
একদিনের ট্যুর এ ঘুরে আসতে পারেন বরিশাল এর উজিরপুর এ অবস্থিত অপূর্ব সুন্দর বায়তুল আমান জামে মসজিদ বা গুঠিয়া মসজিদ ও বরিশাল এর মাধবপাশা,বাবুগঞ্জ এ অবস্থিত দুর্গাসাগর দীঘি। দুটো জায়গা কাছাকাছি হওয়ায় খুব সহজেই জায়গা দুটোয় ঘুরে আসতে পারবেন।
যে কোন দিন সময় করে রাত এর বাস বা লঞ্চ এ বরিশাল যাবেন। বরিশাল শহর থেকে সিএনজি, অটোরিকশা,মাহেন্দ্র নিয়ে প্রথমে দুর্গাসাগর দীঘি ঘুরে দেখবেন। দুর্গাসাগর দীঘি ঘুরে ওখান থেকে লোকাল বাস,সিএনজি,অটোরিকশা,মাহেন্দ্র তে গুঠিয়া মসজিদ যেতে পারবেন। তবে যারা বাস এ ঢাকা থেকে যাবেন তারা বরিশাল শহর না গিয়ে বরিশাল শহর এর আগে গইড়ার পার নামক জায়গায় নামতে পারেন। এখান থেকে লোকাল বাসা,সিএনজি,অটোরিকশা,মাহেন্দ্র তে করে এ দুর্গাসাগর দীঘি ঘুরে গুঠিয়া মসজিদ যেতে পারেন তাতে আপনার সময় ও খরচ দুটো ই কমে যাবে।
এভাবে সারাদিন ঘুরে রাত এর বাস বা লঞ্চ এ ঢাকা ফিরবেন।
যেভাবে যাবেনঃ
ঢাকার সায়দাবাদ বা গাবতলী বাস টার্মিনাল থেকে বাস এ বরিশাল বরিশাল যাবেন। ইচ্ছে করলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ এ ও বরিশাল যেতে পারেন ভাড়া ১৫০ টাকা লঞ্চ এ।বরিশাল পৌঁছে বরিশাল থেকে সিএনজি,মাহেন্দ্র,অটোরিকশা তে দুর্গাসাগর দীঘি যাবেন প্রথমে ভাড়া ২০-৩০ টাকার মতো।
দুর্গাসাগর দীঘি ঘুরে ওখান থেকে লোকাল বাস, সিএনজি,অটোরিকশা, মাহেন্দ্র তে করে গুঠিয়া মসজিদ যাবেন ভাড়া ২০ টাকার মতো।
খরচঃ আপনাদের এই ট্যুর এ যারা লঞ্চ এ যাওয়া-আসা করবেন তাদের ১০০০ থেকে ১২০০ টাকার ভিতর হয়ে যাবে৷
আর বাস যাওয়া -আসা করলে ২০০০ টাকার মতো খরচ হবে।
যাওয়া – আসা বাস/ লঞ্চ এর ভাড়া,খাওয়া দাওয়া,লোকাল গাড়িভাড়া,দুর্গাসাগর এ ঢুকতে টিকিট সব মিলিয়ে এই খরচ হবে।
কিছু কথাঃ
যেখানে ই যাবেন পরিবেশ পরিষ্কার পরিছন্ন রাখবেন। আমাদের এই পরিবেশ পরিষ্কার সুন্দর রাখার দায়িত্ব আমাদের।