ইতিহাসের সাক্ষি যশোর- কালীগঞ্জ মহাসড়ের বৃহত্তম বটগাছ

এশিয়ার বৃহত্তম এবং প্রাচীন বটগাছটি যশোর কালীগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ শহরের মল্লিকপুর বাজারে অবস্হিত। মূল বটগাছটি মারা গেলেও বর্তমানে ৪৫ টি বটগাছ মিলে মোট ২.৮ একর জমি জুড়ে বিদ্যমান অাছে। মূল বটগাছটি ২৫০-৩০০ বছর অাগের। এর ৩৪৫টি বায়রীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং ৩৮টি মূল ঝুলন্ত অবস্থায় অাছে।

যাতায়াতঃ ঢাকার গাবতলি থেকে এসি/নন এসি অনেক বাস অাছে কালীগঞ্জের। কালীগঞ্জের বাস স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে মল্লিকপুর বাজার।

বি দ্রঃ যেখানে সেখানে পলিথিন, প্যাকেট বা পানির বোতল ফেলে পরিবেশ নষ্ট করবেন না।

 

Source: B.M. Anik Islam <Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment