বন বিবির বটগাছ সাতক্ষীরা ভ্রমণে যেভাবে যাবেন

বয়স ৩০০ বছরের বেশি। অবস্থান ১.২ একর জমিতে। খুঁজে পাওয়া যায় না এর গোড়া। সাতক্ষীরার দেবহাটায় রহস্যঘেরা এই বৃক্ষ দেখতে প্রতিদিন ভিড় করে অনেক মানুষ।
সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদর থেকে কিছু দূর গেলেই বনবিবির বটগাছের দেখা মিলবে। জনশ্রূতি আছে, তিনশ বছর আগে জমিদার ফনীভূষণ ম-ল গাছটিকে দেবী জ্ঞান করে, নাম রাখেন বনবিবির বটগাছ। তখন থেকেই শুরু হয় এর পূজা।এই বৃক্ষের মূল কোথায়, তা জানা সম্ভব হয়নি। এটি দেখতে প্রতিদিনই জড়ো হয় দূর-দূরান্তের মানুষ।

বিশাল এই গাছ নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে। এর একটি হলো- যিনি এর ডাল কাটবেন, তিনি বিপদে পড়বেন। দীর্ঘদিন কেউ ডাল না কাটায়, বেড়েছে এর আকার-আয়তন।
অবসর সময়ে পরিবারের সবাইকে নিয়ে কিংবা প্রিয়জনকে নিয়ে ছায়াঘন শ্যামনয়নাভিরাম মনমুদ্ধকর পাখির কুজন মুখরীত এই স্থানটিতে এসে মনের সকল ক্লান্তি দূর করতে পারেন। এই অপরূপ সুন্দর বটবৃক্ষের সবুজ পাতা দিয় সাজানো প্রাকৃতিক পরিবেশের মাঝে বসে খুব সহজেই প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়।

কিভাবে যাওয়া যায়:
১. ঢাকা থেকে সরাসরি সাতক্ষীরা বাসভাড়া ভাড়া ৫৫০ টাকা নন- এসি
★নটরডেম কলেজের বিপরীত পাশে “এস পি গোল্ডেন লাইন” এর কাউন্টার আছে ওখান থেকে সরাসরি সাতক্ষীরা যাওয়া যায়
★শ্যামলী,কল্যানপুর ও গাবতলী বাস কাউন্টার থেকে ও সরাসরি সাতক্ষীরা যাওয়া যায়।

এছাড়া খুলনার জিরো পয়েন্ট বা সোনাডাঙ্গা বাস স্টান্ড থেকে ১০০ টাকা বাস ভাড়া দিয়ে সাতক্ষীরা যাওয়া যায়।

সাতক্ষীরা থেকে বাস,ইজিবাইক বা মাহিন্দ্র গাড়ি করে
সাতক্ষীরা-কালিগঞ্জ রোডের সখিপুর মোড় নামতে হবে। ★ভাড়া পরবে ২৫-৩০ টাকা।
তারপর এখান থেকে মটরভ্যান বা মটর সাইকেলে আপনি ঐতিহাসিক এই বনবিবি বটতলা স্থানটিতে যেতে পারবেন।
★ভাড়া নিবে জন প্রতি ১০ টাকা (মটরভ্যান)

(আপনার দ্বারা পরিবেশ যেনো কোন ভাবেই নোংরা না হয় সে বিষয়টার প্রতি খেয়াল রাখবেন ও অন্যদেরকে সচেতন করবেন)

Source: Akram Hossen‎ <Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment