মালায়শিয়া ভ্রমন বিতান্ত

এই মাসেই ঘুরে আসলাম এশিয়ার ইউরোপ বলে পরিচিত মালায়শিয়া
আমি ৫ দিন ছিলাম।২ দিন লাংকাউই ৩ দিন কুয়ালালামপুর।
৩ তারিখ রাত ৩ টার মালায়শিয়া এয়ারলাইন্স এ রওনা হই কুয়ালালামপুর। লোকাল টাইম ৮ টায় ল্যান্ড করি।
ইমিগ্রেশন এ তেমন কিছুই জিজ্ঞেস করে নাই।শুধু রিটার্ন এয়ার টিকেট আর হোটেল বুকিং দেখছে।
ইমিগ্রেশন মাত্র ২ মিনিটে শেষ।
আমার লাংকাউই ফ্লাইট ছিলো দুপুর ১২ টায়।এয়ারপোর্টে এই ফ্রেস হয়ে নেই।
কুয়ালালামপুর থেকে লাংকাউই ৫০ মিনিট এর ফ্লাইট।
লাংকাউই…. ৩/৯/১২…আমি ৩ তারিখ দুপুর ১ টায় লাংকাউই পৌছে যাই।খুব সুন্দর আর সাজানো একটা এয়ারপোর্ট।
এয়ারপোর্টে থেকে গ্রাব নিয়ে ফেমাস Pantai Cenang beach এরিয়া তে চলে যাই।।ভাড়া আসে ১২ রিংগিত।
আগে থেকে বুক করা হোটেলে উঠে ফ্রেশ হয়ে চলে যাই লাংকাউই স্কাই ব্রিজ আর ক্যবল কার।জায়গার টার নাম ওরিএন্টাল ভিলেজ।ওই খান থেকে ৫৫ রিংিত দিয়ে cable car,sky rex,3D টিকেট করে নেই।।

লাংকাউই cable car সত্যি অসাধারণ। cable car এর শেষ মাথায় World Famous লাংকাউই স্কাই ব্রিজ।
অদ্ভুত সুন্দর।।।স্কাই ব্রিজ থেকে দুরের আন্দামান সাগর সত্যি অসাধারণ। ২০০০ ফিট ওপরে এই স্কাই ব্রিজ।।।
স্কাই ব্রিজ থেকে ঘুরে স্কাই রেক্স আর 3D মিউজিয়াম ঘুরে cenang beach এসে দুপুরের লাঞ্চ করে বিকাল টা cenag beach এ কাটিয়ে দেই।।
৪/৯/১২….পর দিন খুব ভোরে উঠে আইল্যান্ড হপিং এ বের হই।।যার প্যাকেজ আগের দিন ঠিক করি।।
এই প্যাকেজে ওরা ৩ টা জায়গা ঘুরায় দেখাবে।
প্রেগন্যান্ট লেক,ইগল ফিডিং,বেরাস বাসাহ সি বিচ
৩ টি জায়গা খুব সুন্দর।।আমার সব থেকে বেশি ভালো লাগছে বেরাস বাসাহ সি বিচ
৪ ঘন্টায় সিব গুলা স্পট ঘুরে cenang ফিরে আসি।
ওই দিন বিকালে ইগল স্কয়ার ঘুরে আসি।।লাংকাউই এসে ইগল স্কয়ার না গেলে কেমন হয়🤔🤔🤔
বিকেলের পরে cenang beach er আসে পাশে ঘুরে বেরাই।এর মদ্ধে underwater world ঘুরে আসি।টিকিট এর দাম আমার কাছে বেশি মনে হইছে।। তবে জায়গাটা খারাপ না।।
৪ তারিখ রাতেই আমার ফ্লাইট ছিল কুয়ালালামপুর এর রাত ১০ টায়।।।
৫/৯/১২….কুয়ালালামপুরে আমার হোটেল ছিল বুকিত বিনতাং এরিয়া তে।।
সকালে নাস্তা করে চলে যাই বাতু কেভ।বুকিত বিনতাং থেকে ৫ মিনিট এর হাটা পথ দূরে মনরেল স্টেশন। সেখান থেকে চলে যাই KL sentral। KL sentral থেকে বাতু কেভ এর মেট্র আছে।।যে কেও কে বললেই দেখায় দিবে।।দুপুরের মদ্ধে বাতু কেভ ঘুরে চলে যাই পুত্রাজায়া।KL Sentral থেকে মেট্র তে পুত্রাজায়া স্টেশন।।সেখান থেকে খুব সহজেই বাসে করে ঘুরে আসা যাবে পুত্রাজায়া।মালায়শিয়ার প্রাশাসনিক রাজধানী।। পুত্রাজায়ায় মসজিদ আর প্রধানমন্ত্রির অফিস এক কথায় অসাধারণ।
৬/৯/১২…এই দিন খুব সকালে নাস্তা করে চলে যাই গেন্টিং হাইলান্ড।।KL sentral থেকে বাসে ১ ঘন্টা।
বাস যেখানে নামায় দিবে সেখান থেকে cable car e সহজেই জাওয়া যায় গেন্টিং হাইলান্ড।।।
অস্থির একটা জায়গা।সব ধরনের বিনোদন এখানে আছে।।ঘুরে ঘুরে অনেক কিছুই আছে দেখার।।
গেন্টিং হাইলান্ড থেকে ঘুরে বিকালে চলে যাই কুয়ালালামপুর এর প্রধান আকর্ষণ Petronas Twin Towers।।। বুকিত বিন্তাং থেকে ২০ মিনিট হেটেই যাওয়া যাবে।।
৭/৯/১২…এই দিন একে একে KL tower,জামে মসজিদ, ইন্ডিয়া মসজিদ, চায়না টাউন ঘুরে ঘুরে দেখি।

খরচ:
ঢাকা কুয়ালালামপুর ঢাকা রিটার্ন টিকিট ২২০০০
কুয়ালালামপুর লাংকাউই কুয়ালালামপুর টিকেট ৩৮০০
লাংকাউই এয়ারপোর্টে টু cenang beach 12 RM
Cable car যাওয়া আসা +টিকেট ৪৪+৫৫=৯৯Rm
ইগল স্কয়ার যাওয়া আসা ৫৪ RM
আইল্যান্ড হপিং ৩০RM
লাংকাউই তে ২ দিন খাওয়া ৪০RM
Cenang beach to এয়ারপোর্ট ১১RM
Genting Highlnag টোটাল ৩০RM
বাতু কেভ যাওয়া আসা ৬RM
পুত্রাজায়া ১২RM
কুয়ালালামপুর এ ৩ দিনে খাওয়া খরচ ৬০RM
ঘুরার জন্য মালায়শিয়া আমার কাছে বেস্ট মনে হউছে।কিন্তু শপিং এর জন্য মালায়শিয়া একটু বেশি এক্সপেন্সিভ।।।
জেখানেই যেখানেই ঘুরতে যাই আমরা পরিবেশ এর ক্ষতি হয় এমন কিছু করবো না। সেদিকে খেয়াল রাখব।।।

Source: RA K IB<Travelers of Bangladesh (ToB) 

Share:

Leave a Comment