প্যাডেল স্টীমারে দিন-রাত্রি

ট্যুর নিয়ে মাথায় দুটা অপশন ছিল। দুটোর প্রতিই ছিল তীব্র টান। ১. সাজেক - মেঘের উপত্যকা ২. শতবর্ষী প্যাডেল স্টীমারে রিভার ক্রুজ কোন ট্রিপটাকে বেছে নিব ঠিক বুঝে উঠা যাচ্ছিল না। এদিকে এক মাসে দুটো এক্সপেনসিভ ট্যুরও সম্ভব না। ব্যাষ্টিক অর্থনীতির 'Opportunity Cost' ধারনাটির বাস্তব উদাহরন এবার আমার সামনে। একটি সুযোগ গ্রহণ