আজ তুলে ধরছি কুমিল্লার ভ্রমনের স্থান গুলো সম্পর্কে। কুমিল্লা ঐতিহ্যগত দিক থেকে অন্যন্য জেলা থেকে ব্যাতিক্রম, বলা হয় এই কুমিল্লা ছিল ৮৯ জন রাজার রাজধানী। তাই এখানে গড়ে উঠে ছিল প্রাচীন বাংলার সমৃদ্ধ এক নগর ব্যবস্থা তারই সাক্ষ্যবহন করছে শালবন বিহার,ইটাখোলা মুড়া, রুপবান মুড়া, সহ আরও অনেক প্রত্নতাত্ত্বিক স্থান সমূহ।এছাড়া এখানে রয়েছে
ময়নামতি, কুমিল্লায় কার্যক্রম শুরু হলো ট্যুরিস্ট পুলিশের। কয়েকদিন ধরে কুমিল্লার ট্যুরিজম স্পট গুলোতে টহলরত অবস্থায় দেখা গেছে। এদের মাঝে একজন এস আই ও তার সহকারী এর সাথে কথা বলে জানলাম, খুব শীঘ্রই কোটবাড়ি এর পাশে তাদের অফিস নেয়া হবে।আপাতত নিকস্থ ফারী থেকে কার্যক্রম চালানো হচ্ছে।এখন পর্যটক রা নিরাপদ এ ময়নামতি, কুমিল্লার প্লেস