পাঁচ গম্বুজ
ঐতিহাসিক কুতুব শাহী মসজিদটি পাঁচ গম্বুজ বিশিষ্ট। এটি বাংলার সুলতানী ও মোগল স্থাপত্য বৈশিষ্ট্যে নির্মিত।মসজিদের নির্মান কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ দেখা যায়।কেউ কেউ এটাকে ১৬শ শতাব্দীতে নির্মিত বললেও অধিকাংশ ঐতিহাসিকগণ এটা ১৭শ শতাব্দীতে নির্মিত বলে মনে করেন।১৭শ শতাব্দীর প্রথমদিকে নির্মিত বলেই এই মসজিদটিতে সুলতানী ও মোগল স্থাপত্য বৈশিষ্টে পরিলক্ষিত হয়। বিখ্যাত