নিঝুম দ্বীপের ডায়েরী
প্রায় ১৪,০৫০ একরের দ্বীপটি ১৯৫০ সালের দিকে জেগে ওঠে। ১৯৭০ সালের আগে এখানে কোন লোক বসতিই ছিল না, ছিল শুধুমাত্র হরিণের অভয়ারণ্য তাই নামকরন হয়েছিল নিঝুমদ্বীপ। এখানে আছে মহিষের পাল, হরিনের দল, বিভিন্ন প্রজাতির পাখি আর নোনা পানি বেষ্টিত এই দ্বীপে রয়েছে কেওড়া গাছের রাজত্ব। তাই বলা হয়ে থাকে ম্যানগ্রোভ বনের দিক