সি বিচ পোর্ট ডিকসন

কুয়ালালামপুর এর কাছে সবথেকে জনপ্রিয় সি বিচ পোর্ট ডিকসন। মাত্র ৩০ রিঙ্গিত খরচ করেই ঘুরতে পারবেন। কুয়ালালামপুর থেকে সেরেমবান গামি বাসে ১০ রিঙ্গিত এ আসার পর পোর্ট ডিকসন এর গাড়ি পাবেন মাই লাইন বাসে ৩ রিঙ্গিত সোজা বিচ। মাঝে আকা বাকা পাহাড়ি রাস্তা Post Copied From:Sujon Md Mahadi‎>Travelers of Bangladesh (ToB)

বালি ভ্রমন

প্রথমে ইচ্ছা ছিল এ বছর কাশ্মির যাব। সে হিসেবে প্লান করছিলাম। কিন্তু সব প্লান নষ্ট হয়ে গেল ভিসার ঝামেলায়। বিশেষত ইন্ডিয়ার ভিসার মত ঝামেলা মনে হয় আর কোনটা নাই। কেন জানি ইন্ডিয়ার ভিসার নাম শুনলেই আমার জ্বর আসে। করব করব করে দেরি হয়ে গেল। পরে শুনলাম ঈদ উপলক্ষে বিশেষ ভিসা ক্যাম্পেইন হবে।

মালয়েশিয়ার বাটু গুহা মন্দির

ঘুরে আসতে পারেন মালয়েশিয়ার বাটু গুহা মন্দিরে। যাকে রহস্যময় গুহাও বলা হয়। কুয়ালালামপুর শহর থেকে ১৩ কিঃমিঃ দূরে এই পাহাড়। বাটু চুনাপাথরের এ পাহাড়ে সারি সারি গুহা আর গুহা , তার ভিতরে রয়েছে মন্দির। বিখ্যাত বাটু হিন্দু কমপ্লেক্সটি কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত। এই পার্বত্য থেকে প্রবাহিত সাংগাই বাটু নদী থেকে এর নাম নেয়া