খৈয়াছড়া, নাপিত্তাছড়া, চন্দ্রনাথ, ইকোপার্ক, বাশবাড়ীয়া ট্যুর। এক ট্যুরে পাহাড়-পর্বত, নদী-নালা, সমুদ্র, ঝর্না সব দেখে আসছি। বাংলাদেশের ট্রাভেলারদের মধ্যে সবচেয়ে হাইপ তোলা route এখন নিঃসন্দেহে খৈয়াছড়া+বাশবড়ীয়া/ নাপিত্তাছড়া+বাশবাড়ীয়া/সীতাকুণ্ড+বাশবাড়ীয়া। গ্রুপে পোস্ট দেখতে দেখতে আমি নিজেও বিরক্ত হয়ে গেছিলাম, মনে হচ্ছিল এখানে না গেলে মনে হয় বাংলাদেশী ট্রাভেলার হিসেবে আর পরিচয় দিতে পারবো না। ফ্রেন্ডরা ডিসিশন
বিগত দুই তিন মাস ধরে আমার সবচেয়ে প্রিয় গ্রুপ Traveller's of Bangladesh এ চন্দ্রনাথ, গুলিয়াখালি আর বাঁশবাড়িয়া এর পোস্ট দেখে দেখে সিতাকূন্ডে যাবার আগ্রহ বেড়ে যায়।পাশাপাশি সিতাকূন্ড ধাম সনাতন ধর্মাবলম্বিদের পবিত্র স্থান হওয়ায় আর ছোট ভাই আগ্রহ প্রকাশ করায় উতসাহ বেড়ে যায় দুই গুন। সিধ্যান্ত নেই যাবই যাব সিতাকূন্ডে যা আছে কপালে 😂😂
মাত্র ৯৯৭ টাকায় ঘুরে আসলাম চট্টগ্রামের (১) কমলদহ ট্রেইলের কমলদহ ও ছাগলকান্ধা ঝর্ণা (২) পন্থিছিলার ঝরঝরি ঝর্ণা (৩) সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়। #বিঃদ্রঃ চাইলে আরো একটা ট্রেইল কভার করতে পারতাম এবং আরো ২০০ টাকা কমে ট্রিপটা শেষ করতে পারতাম। আমাদের ট্রিপটা ছিল এক রাত ও দুই দিনের। ছবি-কমলদহ ঝর্ণা #কিভাবে_যাবেনঃ ঢাকা > চট্টগ্রামের