রোবট সোফিয়ায় আমার আমন্ত্রণে বাংলাদেশে এসে, এয়ারপোর্ট পেরুতেই এক বিপদে পড়ে গেলো, তার লাগেজ পাওয়া যাচ্ছে না, এত কৃত্রিম বুদ্ধি সম্পন্ন সোফিয়া পুরো পৃথিবীর তাবৎ এয়ারপোর্ট স্ক্যান করেও কোথাও না পেয়ে হতাশ মনে বেড়িয়ে সিএনজি নিলো, এখানেও সোফিয়ার বিপদ, সিএনজি মিটারে যাবে না, দরদাম করার লজিক তার ভিতরে নেই, তাই সে হাঁটার
প্রশ্নঃ--আপনাদের কোন হেল্পলাইন নাম্বার আছে? উত্তরঃ--জি আছে , কাভার ফটো তে দেওয়া আছে, ০১৭৬৯৬৯০৭৪০ প্রশ্নঃ--এই নাম্বারে না পেলে কি করব? উত্তরঃ--পেজ অ্যালবাম এ সব অফিসার এর নাম্বার দেওয়া আছে। আপনি যে স্পট এ আছেন ওখানের অফিসার কে ফোন দিন। আর Bangladesh police phonebook অ্যাপ টি google play store theke মোবাইলে ডাউনলোড করে
প্রথমেই একটা সুসংবাদ - প্রাপ্ত লাইক আর পোস্ট রিচ এর ভিত্তিতে বর্তমানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট এর ফেসবুক পেজ মধ্যে টুরিস্ট পুলিশ বাংলাদেশ প্রথম আর সরকারি সেবাদানকারী পেজ গুলোর মধ্যে দ্বিতীয়। বাংলাদেশে যত বিদেশি ট্যুরিস্ট বেড়াতে আসেন তাদের বেশির ভাগ নিজ এম্বাসি অথবা ত্রাভেল এজেন্সির মাধ্যমে টুরিস্ট পুলিশ বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে জানেন