ধূপপানি

কাগজ কলমে সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়, সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়✌✌ ধূপপানি ঢাকা থেকে বাসে কাপ্তাই, তারপর ট্রলারে বিলাইছড়ি হয়ে ফারুয়ার উলুছড়ি, তারপর ট্রেক করে ধূপপানি পাড়া হয়ে যেতে হবে এ ঝর্ণায় Post Copied From:Tusher Nahid‎>Travelers of Bangladesh (ToB)

ধূপপানি পাড়া

পাহাড়ে পাহাড়ে নেমেছে নতুন জুমের ধান। ধূপপানি পাড়া সংলগ্ন এক জুমঘরের মাচানে শুকোনো হচ্ছে নতুন ফসল। ঢাকা থেকে কাপ্তাই বাসে, কাপ্তাই থেকে বিলাইছড়ি সার্ভিস ট্রলারে, বিলাইছড়ি থেক রিজার্ভ ট্রলারে ফারুয়ার উলুছড়ি, সেখান থেকে পায়ে হেটে ধূপপানি পাড়া। Post Copied From:Apu Nazrul‎>Travelers of Bangladesh (ToB)