রাজা রামমোহন রায় এর ব্রাহ্মসমাজ যে আজতক টিকে আছে, এমনকি এই খোদ ঢাকাতেই তা আমরা কয়জন জানি। অথচ কি মনোরম প্রাসাদসম কার্যালয়সহ বহাল-তবিয়তেই আছে। ১৯২৬ সালের কোন একদিন এই বারান্দায় চায়ের কাপ হাতে দাঁড়িয়ে উদাস চোখে বুড়িগঙ্গাপানে তাকিয়ে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার কবিশ্রেষ্ঠ জীবনানন্দের বিবাহও হয়েছিলো এই ব্রাহ্ম মন্দিরে ব্রাহ্ম রীতিতে।
৮০০০ টাকা থাকলে চাইলে কলকাতা থেকে দুইদিন সময় বেশি নিয়ে ঘুরে আসতে পারেন পুরী সমুদ্র সৈকত থেকে।দেখা মিলবে সমুদ্রের বিশাল ঢেওএর ।খরচও খুব বেশি না। আমাদের প্ল্যান ১ম দিন: রাতের খাবার খেয়ে বাসে(হানিফ নন এসি ৫০০ টাকা )রওনা দিলাম সকালে বর্ডারে পৌছাই।নাস্তা করে (৩0টাকা) ইমিগ্রেসন এ যাই। ঘুষ ১০০ টাকা খরচ :