পাঁচ গম্বুজ

ঐতিহাসিক কুতুব শাহী মসজিদটি পাঁচ গম্বুজ বিশিষ্ট। এটি বাংলার সুলতানী ও মোগল স্থাপত্য বৈশিষ্ট্যে নির্মিত।মসজিদের নির্মান কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ দেখা যায়।কেউ কেউ এটাকে ১৬শ শতাব্দীতে নির্মিত বললেও অধিকাংশ ঐতিহাসিকগণ এটা ১৭শ শতাব্দীতে নির্মিত বলে মনে করেন।১৭শ শতাব্দীর প্রথমদিকে নির্মিত বলেই এই মসজিদটিতে সুলতানী ও মোগল স্থাপত্য বৈশিষ্টে পরিলক্ষিত হয়। বিখ্যাত

ভৈরব-আশুগঞ্জ

ঘুরে আসতে পারেন ভৈরব-আশুগঞ্জ থেকে। নদী, ভৈরব রেলসেতু দেখার মতোই সুন্দর। রেলসেতুটা অনেকটা হার্ডিঞ্জ ব্রিজের মতোই। পাশেই হচ্ছে আরেকটি নতুন সিলভার রঙের রেলসেতু, আশা করা যায় সেটা আরো সুন্দর কিছুই হবে। মহাখালী - ভৈরব বাসযোগে বা কমলাপুর/এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ট্রেনযোগে ভৈরব রেল স্টেশন। Post Copied From:Md. Nym‎>Travelers of Bangladesh (ToB)