ঘুরে আসি সিরাজগঞ্জ
তাত শিল্পের জন্য বিখ্যাত সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। যমুনা সেতু হবার পর এই জেলাটি উত্তরবংগের এন্ট্রি পয়েন্ট হিসাবে সুপরিচিত। রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই অঞ্চলে এসেছে অনেক পীর আউলিয়া। জনশ্রুতি অনুযায়ী, একদা সিরাজউদ্দিন নামক এক জমিদার তার মহলে একখানা গঞ্জ তৈরি করেন তার নাম অনুসারে এই অঞ্চলের নামকরন হয় সিরাজগঞ্জ। কোথায়