সোনার চর সি-বিচ।

পটুয়াখালী জেলার সর্ব দক্ষিনের এক অপার সৌন্দর্য।এই সমুদ্র সৈকতে একই সাথে পাবেন ঝাউবন,কাশবন ও ম্যানগ্রোভ।প্রায় সাত কি:মি: দীর্ঘ বালুকাবেলায় রয়েছে অগনিত লাল কাকড়ার বসবাস।সম্পূর্ন জন বিচ্ছিন্ন এই রাজ্যে হিংস্র জন্তুরাই রাজা।বনে অাছে হরিণ, শিয়াল,বনমোষ,মেছো বাঘ,অজগর সহ নানা প্রজাতির সাপ।শীতকালে থাকে অতিথী পাখির কলকাকলি। সূর্যাস্তের সময় সমগ্র বিচ সোনালি রঙ ধারন করে তাই