সানরাইজ ভিউ পয়েন্ট

ঢাকা - প্লেনে কাঠমান্ডু - বাসে পোখারা - গাড়িতে সারাংকোট এই ভিউ সৌভাগ্যবানদের কপালে জোটে। আমাদের কপাল ভালো। আগেরদিন এখানে আসা এক ভারতীয় দম্পতির সাথে পোখারায় আলাপ হয়েছিল, তারা জানালো তারা স্রেফ কুয়াশা আর মেঘে ঢাকাই পেয়েছে। আমরা সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত ঝকঝকে আবহাওয়া পেয়েছি। আপনি পোখারা থেকে আসতে পারেন

সারাংকোট,পোখারা নেপাল

সারাংকোট,পোখারা নেপাল :) যে-কটি জায়গা থেকে সূর্যোদয় দেখা যায়, সারাংকোট যে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে-বিষয়ে কোনো সন্দেহ নেই। এখান থেকেই দেখা যায় ধৌলাগিরি, সাউথ অন্নপূর্ণা, অন্নপূর্ণা ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ফিশটেল, মাউন্ট মানাস্লুসহ আরো অনেক বিখ্যাত শৃঙ্গ। নেপাল যাবো আর সারাংকোট থেকে সূর্যোদয় দেখবো না তা কি করে হয় ;) পোখারা