#(কক্সবাজার, সেন্ট মার্টিন,হিমছড়ি,,মেরিন ড্রাইভ,ইনানী সি বিচ,রামু বৌদ্ধ বিহার,রাবার বাগান)। গত ১ তারিখ টাংগাইল থেকে রউনা হই স্বপ্নের কক্সবাজার এর উদ্দেশ্য , তার আগে রোহিঙ্গা নিয়ে অনেক কথা শুনেছি,এত গুলো জায়গা ঘুরে এসে একটা কথাই বলব,, কোন গুজবে কান না দিয়ে& নির্দ্বিধায় চলে যান কক্সবাজার,কোন রুপ অসুবিধা হয় নি ঘুরে বেড়াতে। আমরা ছিলাম
দালান ঘেরা টুকরো আকাশ দেখে দেখে বিরক্ত চোখ, রিক্সা গাড়ির শব্দ শুনে শুনে অতিষ্ট হয়ে উঠা কান, সর্বোপরি ইটপাথরে বন্দী মনটাকে একটু ছুটি দিতে ছুটে চলা সেন্ট মার্টিনে। এতো শান্তিতে কয়েকটা দিন ছিলাম ওখানে যে ফিরতি ট্রলার ধরার আগে একবারের জন্যও ফেলে যাওয়া শহুরে জীবনের কথা মনে পড়েনি। আমার মতে সেন্ট মার্টিনের
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ 'সেন্ট মার্টিন' এর অবস্থান বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের টেকনাফ থানায়। টেকনাফ থেকেও প্রায় ৯-১০ কিঃ মিঃ দক্ষিণে বঙ্গোপসাগর এর বুকে এই দ্বীপ এর অবস্থান। আয়তনে খুব বড় নয় এই দ্বীপ, ৮ বর্গ কিঃ মিঃ, আর লোক সংখ্যা প্রায় ৭০০০-৭৫০০ এর মতন।এই দ্বীপের সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে