আপনি কি কখনো রাতে খোলা আকাশের নিচে তারাদের দেখে রাত কাটিয়েছেন?

নিলাদ্রি, ট্যাকেরঘাট, সুনামগঞ্জ।

আপনি কি কখনো রাতে খোলা আকাশের নিচে তারাদের দেখে রাত কাটিয়েছেন? তাও নৌকার ছাদে? 
কখনো ভরা পূর্নিমায় খোলা আকাশের নিচে, চারিদিকে পানি, আপনি নৌকায় শুয়ে শুয়ে তারা দেখেছেন??

যদি দেখে থাকেন তবে আপনি অনেক ভাগ্যবান, আর যদি না দেখে থাকেন তবে একটি বার নিলাদ্রি, ট্যাকেরঘাট, টাঙুয়ার হাওর ঘুরে আসার জন্য আহবান জানাচ্ছি।।
সারাদিন বিভিন্ন সৌন্দর্য দেখে চোখের ক্ষুধা মিটিয়ে বিকেলে যদি এমন একটা সূর্যাস্ত দেখার সুযোগ পেয়ে যান, মনের শান্তির জন্য আর কি লাগে?? বলুন ত??

স্থানের নাম: নিলাদ্রি, ট্যাকেরঘাট।

যাতায়াত :
ঢাকা থেকে সুনামগঞ্জ গামী বাসে সুনামগঞ্জ যাবেন। সেখান থেকে তাহিরাপুর সিএনজি অথবা বাইকে।
তাহিরপূরে গিয়ে নৌকা ঠিক করবেন টাঙ্গুয়ার হাওর ও অন্যান্য জায়গা দেখার জন্য। এক্ষত্রে দামাদামি টা ভালো মত করতে হবে।
নৌকায় ট্যাকেরঘাট পৌছে পায়ে হেটেই কিছু দূরত্বে এই সৌন্দর্যের দেখা মিলবে।

Cost:
মাথাপিছু ৩৫০০ করে পড়েছিলো।
মোট ৪ জন সদস্য ছিলাম।

দুই দিনের নৌকা ভাড়া ৪০০০ টাকা, কাভার করবে হাওড়, ওয়াচ টাওয়ার, বারেকের টিলা, টেকেরঘাট, নীলাদ্রী, যাদুকাটা নদী, শিমুল তুলার বাগান।

আমাদের মাঝিটা মোটামুটি বেশ ভালোই ছিলো, স্মার্ট, কর্মঠ, রান্নায় ভালো। তার নৌকা আমার মতে ৭-৯ জনের জন্য ওকে, কিন্তু রিল্যাক্স মুডের ট্যুরের জন্য আমার মতে ম্যাক্সিমাম ৪-৫ জন যেন ঘুমাতে বা শুতে প্রব্লেম না হয়, মাঝির নাম লোকমান, বিশ্বাসি, কর্মঠ আর স্মার্ট আছে।

তার ফোন নাম্বারঃ 01736447984 তার দুই দিনের প্যাকেজে উপরে উল্লেখিত জায়গা ছাড়াও, রান্না, বিচানা, বালিশ, ইনক্লুডেড ||

#পরামর্শ:
*৪/৫ জনের গ্রুপ হলে খরচ মাথাপিছু অনেকটা কম হবে।

*তাহিরপুর পৌছে নিজেদের বাজার নিজেরা করে নিবেন, মাঝির উপর ভরসা না করাই বেটার।

*দামী জিনিসপত্র নৌকায় রেখে সবাই ঘুরতে চলে যাবেন না। হয় জিনিসপত্র সাথে রাখুন না হয় কেউ একজন নৌকায় থাকুন।

*খাবার-দাবারের ব্যাপারে কথাবার্তা ক্লিয়ার করে নিবেন।

Post Copied From:Nazmul Hossain Nadim‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment