এক মসজিদের কত নাম

চামচিকা মসজিদ:

চাঁপাইনবাবগঞ্জ এর শাহবাজপুরের একদম সীমান্তসংলগ্ন এক আম বাগানের ভেতর বিশাল এক দীঘি। দীঘির নাম কেউ বলে খনিয়াদীঘি, কেউ বলে খঞ্জনদীঘি। এককালে নাকি এই দীঘির পানি ছিলো রক্তাভ রঙের, তাই এই নামকরণ। সেই দীঘিসংলগ্ন বাগানের ভেতর একটি নিচু স্থানে প্রায় পাঁচশো বছরের পুরোনো এক মসজিদ যাকে স্থানীয়রা চিনে চামচিকা মসজিদ নামে। এলাকার মুরুব্বীরা জানালেন মসজিদটিকে তাঁরা তাঁদের ছেলেবেলা থেকেউ সবসময় বিশাল ঝোপঝাড়ে ঢাকা অবস্থায় দেখে আসছিলেন। ভাঙ্গা কাঠামোর ভেতরে ছিলো হাজারে হাজারে চামচিকা। তাই লোকে বলতো চামচিকা মসজিদ। শেষে এরশাদ সরকারের আমলে প্রত্নতত্ব অধিদপ্তর মসজিদটি সংস্কার করে। তখন থেকে বর্তমান পর্যন্ত এখানে নামাজ চলমান। মসজিদটির দেয়াল অনেক পুরু। এলাকার মুরুব্বীদের ভাষ্যমতে এ কারণেই চৈত্র মাসের গরমেও মসজিদের অভ্যন্তরভাগ ঠান্ডা থাকে। মসজিদটির নির্মাতার নাম জানা যায়নি।

সুতরাং এই একই মসজিদের চারটি নাম পাওয়া গেলো: খনিয়াদীঘি মসজিদ, খঞ্জনদীঘি মসজিদ, রাজবিবি মসজিদ ও চামচিকা মসজদ।

যেভাবে যাবেন: ঢাকা থেকে বাসে কানসাট। কানসাট থেকে ভ্যানে সোনা মসজিদ বর্ডার। তারপর আমবাগানের ভেতরে পায়ে হেটে চাকচিকা মসজিদ

Post Copied From:Apu Nazrul‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment