গুমাই বিল ও অ্যাভিয়ারী পার্ক

গুমাই বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও চট্টগ্রাম বিভাগের সর্ববৃহৎ বিল, যা সমগ্র বাংলার মানুষের অাড়াই দিন খাদ্যের যোগান দেয়।এই বিলের সাথে পাহাড় অার মেঘ-বৃষ্টির রয়েছে গভীর মিতালি। (১নং ছবি)
দ্বিতীয় ছবিটি বাংলাদেশের একমাত্র পক্ষীশালা শেখ রাসেল অ্যাভিয়ারী পার্কের যা রাংগুনিয়ার শেষ প্রান্তে অবস্থিত, এই পার্কে পেয়ে যাবেন পাহাড় চূড়ার উপর দিয়ে উড়ে বেড়ানোও হরেক রকমের পাখি দেখার সুযোগ।রয়েছে ক্যাবল কার,যা(১.৫+১.৫, যাওয়া+অাসা)কি.মি।পুরো পার্কে ঘুরে দেখাবে।(২ নং ছবি)

কীভাবে যাবেন ও খরচ–চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে লিচুবাগান, চন্দ্রঘোনার ও কাপ্তাইয়ের বাস পাওয়া যায়। লিচুবাগানের বাসে উঠবেন।ভাড়া- ৪৫ টাকা।বাস রাংগুনিয়ার মরিয়মনগর পৌছানোর পর থেকে গুমাই বিল শুরু যা বাস কন্ডাকটারকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে।গুমাই বিল শেষ করে বাস পৌছাবে লিচুবাগান।লিচুবাগান থেকে ১০ টাকা সিএনজি ভাড়া, পৌছে যাবেন অ্যাভিয়ারী পার্কে।টিকেট মূল্য ২৩ টাকা।যদি ক্যাবল কার চড়তে চান তার জন্য ২৩০/-টাকা অতিরিক্ত গুনতে হবে।এর পর অারো পথ যেতে চাইলে চলে যেতে পারেন কাপ্তাই।

Post Copied From:Dipta Dhar‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment