টাংগুয়া ভ্রমণে যেভাবে যাবেন ও যাতায়াত খরচাবলি

রুটঃ
ঢাকা(সায়েদাবাদ)>সুনামগঞ্জ>তাহিরপুর>সুনামগঞ্জ>ঢাকা(সায়েদাবাদ)

👉ট্যুরমেটঃ ৯ জন।

👉সময়কালঃ ২ রাত ২ দিন।

👉খরচাপাতিঃ
ঢাকা ( সায়েদাবাদ) থেকে সুনামগঞ্জগামী সেমিলোকাল চেয়ারকোচ = ৩০০ টাকা/হেড

সুনামগঞ্জ টু তাহিরপুর রিজার্ভ সিএনজি ( সিএনজি প্রতি ৫ জন) = ১০০ টাকা/হেড

নৌকা ভাড়া( রিজার্ভ) সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত ৩২০০ টাকা = ৩৫০/হেড

এখানে কিছু কথা বলা দরকার,নৌকায় চুক্তি হয়েছিল হাওরে সারাদিন ঘুরে রাতে নৌকায়ই স্টে করবো এবং সকালে ৭ টার মধ্যে আবার তাহিরপুর পৌঁছে দিবে।কারন ১০ টায় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী গাড়ির টিকেট কাটা ছিল।আমাদের নৌকাটি মোটামুটি মানের ছিল,এই নৌকায় ১৫ জন অনায়াসে থাকা যায়।যদিও আমরা সারারাত নৌকার ছাদেই কাটিয়ে দিয়েছিলাম, চাঁদনি রাত আমাদের জন্য ছিল বারতি পাওনা।

খাবার-দাবারঃ
দুপুর+রাত নৌকায় রান্না হয়েছিল,বাজার আমরাই করে নৌকায় উঠেছিলাম।নৌকার মামারাই রান্না করে দেয়।টোটাল খাবার খরচ ৩২০০ টাকা,(সকাল+দুপুর+রাত+পরদিন সকাল) = ৩৫০/হেড।

বাইক রিজার্ভঃ
(নীলাদ্রি লেক+বারিকটিলা+জাদুকাটা নদী+শিমুলবাগান+লাকমাছড়া) ২০০ টাকা/বাইক,২ জন করে। =১০০ টাকা/হেড।

আনুষঙ্গিক খরচঃ
লাইফ জ্যাকেট ৩০ টাকা/হেড।

সুনামগঞ্জ টু তাহিরপুর রিজার্ভ সিএনজি ( সিএনজি প্রতি ৫ জন) = ১০০ টাকা/হেড

হাসনরাজার আস্তানা দর্শনঃ (আসা-যাওয়া + এন্ট্রি ফি)= ৫০ টাকা/হেড

সুনামগঞ্জ টু ঢাকাঃ হানিফ পরিবহন = ৫৫০ টাকা/হেড

টোটাল খরচ = ২০০০ টাকা/হেড

পাহাড় আর হাওর মিলে এক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাংগুয়ার হাওর,বছরের ৬ মাস এখানে পানিতে ডুবে থাকে বাকি সময় চাষাবাদ হয়।
সময় পেলে পরিবারসহ ঘুরে আসুন,দারুন সময় কাটবে আশা করি।

ডাঙা হোক কিংবা হাওর,সবটাই আমাদের পরিবেশের অংশ। পরিবেশ পরিচ্ছন্ন রাখি,এটা আমাদের দায়িত্ব।

Source: Md NazRul Islam‎ <Travellers Of Bangladesh

Share:

Leave a Comment