ঢাকার ভিতরেই কায়াকিং মহামায়া লেক

কায়াকিং করতে মহামায়া লেক, কাপ্তাই লেক- কতো জায়গায় ঘুরেছি। অবশেষে ঢাকার ভিতরেই একটা জায়গা পাওয়া গেলো কায়াকিং করার। ঘুরে আসলাম বসুন্ধরা রিভারভিউ লেকে অবস্থিত “ঢাকা সারিঘাট কায়াকিং পয়েন্ট” থেকে। কায়াকিং করার জন্য এখানে দুই জনের এবং তিন জনের বসার উপযোগী কায়াক আছে। পাশেই কাশবন, শাপলা ফুটে আছে, হাঁসের দল সাঁতার কেটে বেড়াচ্ছে। সবমিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। তাই চাইলেই কায়াকিং ছাড়াও কাশবনে হারিয়ে যাওয়া যায়, অথবা পাশের কোন টং দোকানে বসে চা খেতে খেতে লেকের সৌন্দর্য উপভোগ করা যায় কিংবা স্থানীয়দের মাছ ধরা দেখা যায়। কায়াকিং শেষে নীল চাঁন ভাইয়ের তেঁতুল চা খেতে ভুলবেন না। খুবই মজার আর রিফ্রেশিং।সব মিলিয়ে অসাধারণ একটা বেলা কাটিয়ে আসতে পারেন।

যেভাবে যাবেনঃ ঢাকার যেকোন জায়গা থেকে পোস্তগোলা এসে, সেখান থেকে সিএনজিতে ১০ টাকা দিয়ে ব্রিজ পার হয়ে হাসনাবাদ আসতে হবে। হাসনাবাদ থেকে অটোরিক্সা বা সিএনজি তে সরাসরি সারিঘাট কায়াকিং পয়েন্ট। অটোরিক্সা তে ভাড়া ৩০ টাকা। সিএনজি তে জন প্রতি ভাড়া ১০ টাকা।

খরচাপাতিঃ কায়াকিং এর জন্য খরচ ৩০ মিনিট এর জন্য জনপ্রতি ৭৫ টাকা। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কায়াকিং করা যায়।

আর একটা কথা, পরিবেশের প্রতি খেয়াল রাখুন, ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলুন।

Source: Shoaib Mahmood‎<Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment