ঢাকা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যুর
ঢাকা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যুরে সম্পর্কে কিছু তথ্য দরকার:
প্রশ্নঃ
- ১) ঢাকা থেকে কি পঞ্চগড় পর্যন্ত কোনো ট্রেন যায়? গেলে কখন যায় এবং টিকিট মূল্য কত?
- ২) কাঞ্চনজঙ্ঘা পর্বত সাধারণত সকালে কোন সময়টাতে দেখা যায়?
- ৩) তেঁতুলিয়ার আশেপাশে দেখার মত আর কোন কোন জায়গা আছে যা একদিনে ঘুরে দেখা যাবে ?
উত্তরঃ
- ১। পঞ্চগড় পর্যন্ত ট্রেন যায় না। বাস যায় তেতুলিয়া পর্যন্ত। হানিফ বাস তেতুলিয়া পর্যন্ত যায় ভাড়া ৬০০ টাকা। অন্যান্য বাসে শ্যামলী নাবিলে পঞ্চগড় গিয়ে সেখান থেকে লোকাল বাসে তেতুলিয়া যেতে পারেন। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দ্রুতযান ট্রেন যায়। আর দিনাজপুর থেকে কমিউটার ট্রেন পঞ্চগড় যায়। তবে, বাসের জার্নি সবচেয়ে ভালো।কারণ বাস আপনাকে তেতুলিয়া পর্যন্ত নিয়ে যাবে।
- ২। ভোড়ে সূর্যদয় থেকে আমি দুপুর পর্যন্ত ছিলাম পুরোটা সময়ই দেখেছি। মোদ্দা কথা হচ্ছে পঞ্চগড় বা তেতুলিয়া থেকে উত্তরের দিগন্ত রেখা বরাবর সব সময়ই হিমালয়ান রেঞ্জের পাহাড় গুলোকে চীনের গ্রেট ওয়ালের মতো দেখতে পাবেন। তবে, বছরের অন্য সময়ের চেয়ে শরৎকালে আকাশ পরিষ্কার থাকা শর্তে কাঞ্চনজংগা সবচেয়ে ভালোভাবে দেখা যায়।
- ৩। আর তেতুলিয়ার আশাপাশে বর্ডার দেখতে পাবেন সাথে পাবেন ইন্ডিয়ার চা বাগান। আর তেতুলিয়ার ভিতরে পাবেন রৌশনপুর চা বাগান, তেতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদী, গবরা নদী, বেরং নদী। আর তেতুলিয়া গিয়ে ওখানকার মানুষজনকে নিয়ে বেশী উৎসাহ দেখাবেন না। যাবেন ঘুরবেন চলে আসবেন, কেউ কিছু বলবে না। আর এলাকা নোংরা করে আসবেন না।
Tags: