দিল্লি-শিম্লা-মানালির একটা ভ্রমন পরিকল্পনা

দিল্লি-শিম্লা-মানালির একটা ভ্রমন পরিকল্পনা। কিছু মডিফাই করার থাকলে অবশ্যই বলবেন। কিছু এড অথবা বাদ দেওয়ার থাকলেও অবশ্যই বলবেন।
অগ্রিম ধন্যবাদ।

১১-১-২০১৮ ইং- দিন ০- ঢাকা টু কলকাতা বায় বাসে রউনা
১২-১-২০১৮ ইং- দিন ১- বিকেলের ফ্লাইটে দিল্লি নেমে বাসে অথবা রিসার্ভ গাড়িতে আগরার কাছাকাছি কোন হোটেলে রাত্রিজাপন।
১৩-১-২০১৮ ইং- দিন ২- তাজমহল ও আসেপাশে ঘুরে দিল্লি ব্যাক করা এবং রাতের বাসে দিল্লি থেকে শিমলা রউনা।
১৪-১-২০১৮ ইং- দিন ৩- খুব সকালে শিমলা পৌঁছে হোটেল চেক ইন। সারাদিনে শিমলা ভ্রমন ও শিমলায় রাত্রিজাপন।
১৫-১-২০১৭ ইং- দিন ৪- খুব সকালে মানালির উদ্দেশে রউনা, মানালি পৌঁছে লোকাল সাইট সিয়িং। (এই দিন কি আমরা কুল্লু কোনোভাবে এড করতে পারব?), মানালি রাত্রিজাপন।
১৬-১-২০১৮ ইং- দিন ৫- সোলাং ভ্যালী সহ আরও কিছু স্পট ভ্রমন করা। (এইদিন আমরা স্পোর্টস জাতীয় কিছু এক্টিভিটিস করতে চাচ্ছে, কোথায় কি কি করা যাবে?) সারাদিন ঘুরে রাতের বাসে দিল্লি রউনা।
১৭-১-২০১৮ ইং- দিন ৬- সকালে দিল্লি পৌঁছে ফ্লাইট ধরে কলকাতা চলে আসা কলকাতায় রাত্রিজাপন, সন্ধায় বেক্তিগত শপিং।
১৮-১-২০১৮ ইং- দিন ৭- কলকাতা থেকে ঢাকা ব্যাক।

 

Post Copied From: Mohammad Harun‎ > ToB Helpline

Share:

Leave a Comment