দূর থেকে যমুনা সেতু দেখা এবং যমুনা নদীতে ট্রলার নিয়ে ঘুরে বেড়ানো

ট্রলার নিয়ে ব্রীজের নিচে যাওয়া যমুনার বুকে দীর্ঘ সময় ভেসে থাকা ভালো লাগার এক আনন্দঘন মূর্হুত তৈরি হবে। আর ট্রলারে করে ঘুরতে টাকাও লাগে কম জনপ্রতি ২০ টাকা রিজাব ৪০০ থেকে ৫০০ টাকা।

যেভাবে যাবেন।
ঢাকা থেকে উওরবঙ্গের যেকোন গাড়িতে চড়ে যমুনা সেতুর টোল আদায় অফিস এর হাফ কিলোমিটার আগে নামতে হবে। সেখান থেকে অটো করে যেতে হবে ঘাটপার সেখানে পাবেন অসংখ্যা ট্রলার নৌকা স্পিডবোড। স্পিটবোড ভাড়া একটু বেশি পড়ে আর এটা পরিচালনা করে থাকে সেনাবাহিনী আর পুলিশ নিরাপত্তায়য় নিয়োজিত থাকে সবসময়।

Post Copied From:Rohul Amin‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment