পদ্ম বিল, তেরখাদা, খুলনা

আপনারা যারা খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট সহ এর আসে পাসে কোথাও যাবার প্লান করেন তারা এই পদ্ম-বিলটা ও পছন্দের তালিকায় রাখতে পারেন।

*কিভাবে যাবেন ঃ-
১। খুলনা থেকে অটো / রিকশা নিয়ে চলে যাবেন জেলখানা ঘাট নদী পার হয়ে দেখবেন বাস / লেগুনা / মোটরসাইকেল আছে। সেখান থেকে যেকোনো একটিতে করে চলে যাবেন তেরখাদা। তেরখাদা বাজার থেকে ১ মিনিট উত্তর দিকে হাটলে দেখতে পাবেন একটা ব্রিজ, ব্রিজ পার হয়ে ভ্যান গাড়ি পাওয়া যাবে। ভ্যান গাড়িওয়ালা কে বলবেন পদ্মবিলে যাওয়ার নৌকা যেখানে ওখানে যাবো ( মান্দুরের ফাঁকা / আদালত পুর )।( ৫ টাকা জনপ্রতি)। ওখানে গেলে নৌকা পাবেন দামাদামি করে নৌকা ভাড়া করবেন ( যেহেতু নৌকা গুলোতে কোনো ইঞ্জিন নেই যে মাঝি সে একাই বাশ দিয়ে চালাই বিষয় টা খেয়াল রাখবেন)। মাঝিকে বলে নিবেন যেখানে পদ্ম ফুল বেশি ঐখানে যেন নিয়ে যায়।

২।গোপালগঞ্জ থেকে তেরখাদা যাবেন বাদবাকি উপরে উল্লেখ করা হয়েছে এই দিক দিয়ে গেলে আপনাকে তেরখাদা বাজারে যাওয়ার প্রয়োজন নেই। তেরখাদা বাজারের ১ কিলোমিটার আগেই নেমে যেতে পারবেন।

ওখানে গেলে আপনারা সাইনবোর্ড দেখতে পাবেন সেখানে স্থানীয়
চেয়ারম্যান এর মোবাইল নম্বর আছে। কাছে রাখতে পারেন।

Share:

Leave a Comment