মাত্র ১৫০ টাকা জন প্রতি খরচ করে ঘুরে আসতে পারেন ২৫০ প্রাজাতির প্রায় ১০০০০ হাজার গাছ সমৃদ্ধ জিন্দা পার্ক

মাত্র ১৫০ টাকা জন প্রতি খরচ করে ঘুরে আসতে পারেন ২৫০ প্রাজাতির প্রায় ১০০০০ হাজার গাছ সমৃদ্ধ জিন্দা পার্ক।
ইউটিউব লিংক https://youtu.be/Yz39nqZ_QQ4 চাইলে দেখতে পারেন।
জিন্দা পার্ক তার নামের বৈশিষ্ট্য সাথে তার জায়গার মিল ১০০ তে ১০০. একদিনের ট্যুরের জন্য ঢাকার খুব কাছেই এর থেকে ভাল প্রকৃতিক পিকনিক স্পট আর একটিও খুজে পাবেন না। চারদিকে পাখির কলকাকলিতে ভরপুর। শীতে পাবেন তালের রস।

#কি কি দেখতে পারবেন?

১/পুরো পার্কটি জুড়ে রয়েছে বিভিন্ন প্রকারের বনজ ও ফলজ গাছ।সবুজ বিস্তিত মাঠ আছে অনেক গুলো পুকুর। তার সাথে রয়েছে গাছের উপরে বাসা। পুকুরের পাশে রয়েছে গুটি কয়েক দোলনা। লেকের ঠিক মাঝখানে রয়েছে একটি আইল্যান্ড যেখানে প্রিয়জনের সাথে উপভোগ করতে পারবেন দু চুমোখ চা।

২/ একটি মসজিদ।
৩/ ৪ তালা বিশিষ্ট একটি দৃষ্টি নন্দন লাইবেরি।
৪/ লেক যেখানে মাত্র ৫০ টাকার বিনিময়ে পাবেন বোটে ভ্রমন করার সুযোগ।
৫/ একটি স্কুল ও কলেজ।
৬/ আছে কমিনিউটি হাসপাতালের ফ্রি চিকিৎসা

#কি খাবেন?

একটি রেস্টুরেন্ট আছে ২২০ টাকার (মুরগি/ গরুর/মাছ মাংস,সবজি আনলিমটেড ডাল ও ভাত) মধ্যে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারবেন। চাইলে বাহিরের খাবার নিয়ে আসতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে জনপ্রতি ২৫ টাকা গুনতে হবে।

#কিভাবে যাবেন?

ঢাকার যে কোন প্রান্ত থেকে বাসুন্ধ্ররার রেসিডেন্সিয়ালে পকেট গেট থেকে মাত্র ৫০ টাকায় জনপ্রতি যেতে পারবেন।আর ওখান থেকে আসতে হলেও একই ভাবে আসতে পারবেন, ব্যাটারি চালিত গাড়ি সকাল থেকে সন্ধ্যা পরজন্ত পাবেন।মানুষ বেশী হলে চাইলে পুরো গাড়ী ৩০০ টাকায় ভাড়া করতে পারবেন যেতে পারবেন ৬ জন।
চাইলে নিজের বাইক অথবা গাড়ী নিয়েও যেতে পারবেন।
জনপ্রতি টিকিট ১০০ টাকা বাচ্চা হলে ৫০ টাকা।

#খোলার সময় ও সাপ্তাহিক ছুটি

পার্কটি সকাল ৭ টা থেকে মাগরিব এর আজান পরজন্ত খোলা থাকে।আর এর কোন সাপ্তাহিক ছুটি নেই।সপ্তাহের ৭ দিনই খোলা থাকে।

Post Copied From:Shibly Nomany‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment