যারা বান্দারবন-রুমা বাজার-বগালেক-কেওক্রাডং যাবেন তাদের জন্য কিছু টিপস

যারা বান্দারবন-রুমা বাজার-বগালেক-কেওক্রাডং যাবেন তাদের জন্য কিছু টিপস ঃ-

*আপনাকে সাহস রাখতে হবে , আর মনকে বলতে হবে -আমি পারব পাহাড় জয় করতে । মনবল হারাবেন না ।

* আপনার ব্যাগ হালকা হতে হবে ,কোন ভাবেই ভারি কাপুড় নিবেন না ।

* পাহাড়ে উঠার সময় শুধু খেজুর খাবেন আর কিছু লাগবে না ।

* গ্রুপ হয়ে যাবেন অপেক্ষাকৃত যারা দুর্বল তাদেরকে সাহস দিবেন ,কোন ভাবেই তার দুর্বলতা নিয়ে হাসাহাসি করবেন না ,এতে সে সাহস হারাবে ,সে যাবে না মানে আপনাদের ভ্রমন শুভ হবে না ।

* গাইড হিসাবে বাঙালিদের নেয়া ভাল কারন যারা উপজাতি গাইড আছেন তারা মদ্যপান করে অনেক ,তারা আপনাদের কাছের টাকা পয়সা দেখে উলটা -পালটা করতে পারে ।

* আর্মি ক্যাম্পে নিজে স্বাক্ষর করবেন ,এটা আপনার লাভ , কোন কারনে আপনি হারিয়ে গেলে তারা বের করবে ।

*উপজাতিদের সাথে ভাল ব্যবহার করবেন ,মেয়েদের সাথে কোন ভাবেই খারাপ ইঙ্গিত করবেন না ,আপনাকে মনে রাখতে হবে তারা সেই খানের বাসিন্দা । কোন ভাবেই তাদের সাথে আপনি পারবেন না ।

* সকাল সকাল রওনা দিবেন ।

* ৩৫-৪০ বয়স যারা আপনারা পাহাড়ে উঠার সময় মাঝে মাঝে বিশ্রাম নিবেন ।

Share:

Leave a Comment