লালমনিরহাট জেলা ভ্রমণ

জেলা পরিচিতি :
ভৌগলিক অবস্থান : লালমনিরহাট বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা। ২৫.৪৮ ডিগ্রি থেকে ২৬.২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৮ ডিগ্রি থেকে ৮৯.৩৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে জেলাটির অবস্থান। এ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা।
আয়তন : ১২৪৭.৩৭১ বর্গ কি.মি.
উপজেলা (৫টি): পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং লালমনিরহাট সদর।
প্রধান নদী : তিস্তা।
দর্শনীয় স্থান :

  • ১. নাম : তিন বিঘা করিডোর ও দহগ্রাম-আংগরপোতা ছিটমহল
    কিভাবে যাওয়া যায় : লালমনিরহাট জেলা সদর থেকে বাস যোগে পাটগ্রাম উপজেলা হয়ে তিন বিঘা করিডোর যাওয়া যায়।
    অবস্থান : অবস্থান পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন ও দহগ্রাম-আংগরপোতা ছিটমহলের মাঝখানে।
  • ২. নাম : নিদাড়িয়া মসজিদ
    কিভাবে যাওয়া যায় : লালমরনরহাট সদর হতে সিএনজি/ অটোরিক্সা/ বাসে যাতায়াত করা যায়।
    অবস্থান : লালমনিরহাট সদর উপজেলাধীন কিশামত নগরবন্দ মৌজায় অবস্থিত। এর অবস্থান রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হতে ২ কিমি দক্ষিনে।
  • ৩. নাম : তুষভান্ডার জমিদার বাড়ি
    কিভাবে যাওয়া যায় : বাসযোগে লালমনিরহাট সদর হতে কালীগঞ্জ হয়ে তুষভান্ডার জমিদার বাড়ীতে যাওয়া যায়।
    অবস্থান : তুষভান্ডার জমিদার বাড়ী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের উত্তর ঘনেশ্যাম মৌজায় অবস্থিত।
  • ৪. নাম : তুষভান্ডার জমিদারী বংশ ও জমিদার বাড়ী
    কিভাবে যাওয়া যায় : ঢাকা থেকে বাস/রেল পথে যোগে লালমনিরহাট হয়ে তুষভান্ডার যেতে হবে। দূরত্ব প্রায় ৩৭২ কি মি.। লালমনিরহাট শহর হতে প্রায় ৩১ কি মি দূরে তুষভান্ডার জমিদারবাড়ি অবস্থিত।
    অবস্থান : তুষভান্ডার বাস স্ট্যান্ড হতে ২০০ গজ উত্তরে। কালীগঞ্জ, লালমনিরহাট
  • ৫. নাম : কাকিনা জমিদারী বংশ ও জমিদার বাড়ী
    কিভাবে যাওয়া যায় : সড়ক পথ/রেলপথ ঢাকা হতে ৩৬৮ কিঃমিঃ । । ঢাকা থেকে ঢাকা-লালমনিরহাট জাতীয় মহাসড়ক পথে লালমনিরহাট হয়ে পুনরায় লালমনিরহাট হতে বুড়িমারী (পাটগ্রাম উপজেলা) স্থল বন্দরগামী রাস্তায় মহাসড়ক পথে (লালমনরিহাট হতে প্রায় ২১কিঃমিঃ) কাকিনা বাজার বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড হতে ২০০ গজ পশ্চিমে জমিদার বাড়ির ভগ্নাবশেষ অবস্থিত। । । । লালমনিরহাট থেকে লালমনিরহাট- বুড়িমারি মহাসড়ক পথে প্রায় ২১ কিঃমিঃ দূরে জমিদারবাড়ি অবস্থিত। । । । রংপুর হতে লালমনিরহাট হয়ে বুড়িমারি স্থল বন্দরের রাস্তায় ৬৬ কি মি দূরে জমিদারবাড়ি অবস্থিত। । । রেলপথ রেলপথঃ লালমনিরহাট হতে বুড়িমারি রেলপথে কাকিনা রেল স্টেশন নেমে প্রায় ২ কি মি দক্ষিণ দিকে জমিদারবাড়ি অবস্থিত।
    অবস্থান : কাকিনা বাস স্ট্যান্ড হতে ২০০ গজ পশ্চিমে। কালীগঞ্জ, লালমনিরহাট
  • ৬. নাম : বুড়িমারী স্থলবন্দর
    কিভাবে যাওয়া যায় : রাজধারী ঢাকা থেকে বুড়িমারী স্থলবন্দর ৪৫৭ কিলোমিটার। সড়ক পথে বুড়িমারী স্থলবন্দর আসা যায় এছাড়া ঢাকা থেকে রেলপথ এর মাধ্যমে বুড়িমারী স্থলবন্দরে আসা যায়।
    অবস্থান : জেলাঃ লালমনিরহাট,উপজেলাঃ পাটগ্রাম,ইউনিয়নঃ ৮ নং বুড়িমারী
  • ৭. নাম : ৬ নং সেক্টর বুড়িমারী
    কিভাবে যাওয়া যায় : রাজধারী ঢাকা থেকে বুড়িমারী স্থলবন্দর ৪৫৭ কিলোমিটার। সড়ক পথে বুড়িমারী স্থলবন্দর আসা যায় এছাড়া ঢাকা থেকে রেলপথ এর মাধ্যমে বুড়িমারী স্থলবন্দরে আসা যায়।
    অবস্থান : বুড়িমারী হাসর উদ্দিন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, জেলাঃ লালমনিরহাট,উপজেলাঃ পাটগ্রাম,ইউনিয়নঃ ৮ নং বুড়িমারী

যোগাযোগ ব্যবস্থা :
ট্রেন : লালমনি এক্সপ্রেস (ঢাকা-লালমনিরহাট/লালমনিরহাট-ঢাকা)

Share:

Leave a Comment