শ্রীমংগল ট্যুরপ্ল্যান (দুই দিন)

বাসঃ এনা-মহাখালী-১২০০টা-৪০০ টাকা(বিয়ানীবাজারের গাড়ি) সায়দাবাদ থেকে ( হানিফ – শ্যামলী ভাড়া ঃ  ৩৮০টাকা  )

প্রথম দিনঃ শ্রীমঙ্গল(চৌমুহনী) পৌছাতে আনুমানিক ভোর ৫টা।হোটেল বুক প্লাস রেষ্ট (০৫০০-০৯০০)।ব্রেকফাস্ট করে সিএনজি ভাড়া করবেন।সিএনজি ভাড়া ১০০০-১২০০ টাকা।চাইলে দুইদিনের টা একসাথে ভাড়া করতে পারেন। ২৫০০ টাকার মত পড়বে।

ঘুড়বেন-১।লাউয়াছড়া (১.৫ ঘন্টা) ২।মাধবপুর লেক (১.৫-২ঘন্টা) ৩।বাইক্কা বিল (যদি টাকা বেশি হয়ে থাকে অথবা খুব রিল্যাক্সে থাকেন) ৪।নীলকন্ঠ টি কেবিন ৫।বিজিবি বধ্যভুমি

দুপুরে লাঞ্চ করতে পারেন পানসী তে বাজেট ১০০-১৫০ টাঁকায় ভাল খেতে পারবেন ।রাতে খেতে পারেন কুটূমবাড়ি।অবশ্যই পেশোয়ারি নান ট্রাই করবেন।ডিনারের জন্য বাজেট ২০০ টাকা এনাফ।

২য়দিনঃ ১।হামহাম (অবশ্যই অবশ্যই সকাল ০৬৩০ এর মধ্যে বের হবেন) ২।বিটিআরআই (দেখার মত আসলে কিছু নাই তবু টাইম পাস করলেন)

বাসের টিকিট করে রাখতে পারেন আগের রাতেই।কোন ধরণের সমস্যা না হলে এবং সকাল ০৬৩০ এর মধ্যে বের হলে হামহাম থেকে বিকাল ৫টার মধ্যে ফিরে আসতে পারবেন।হানিফ/এনা-৩৮০-০৬৪০ অথবা শ্যামলী-৩৮০-০৭৪০।আমি সাজেষ্ট করব এনা অথবা শ্যামলী কারণ হানিফ সায়েদাবাদ/ফকিরাপুল নামায় এবং বাসের সীট আরামদায়ক না।সবকিছু ঠিকঠাক থাকলে রাত ১২।০০টার মধ্যে বাসায় পৌছানোর কথা।

Share:

Leave a Comment