সাউথ টাউন জামে মসজিদ

যারা ঢাকায় অনেক কাজের মধ্যে সারাদিন ব্যাস্ত সময় কাটাচ্ছেন। দূরে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারছেন না। অল্প সময়ের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য সব সময় ঢাকার মধ্যেই সুন্দর একটা জায়গা খুজে বেড়াচ্ছেন তাদের জন্যই এই জায়গাটি। বুড়িগঙ্গা নদীর ওইপারে কেরানীগঞ্জে এই গেলে এই সুন্দর মসজিদ টা দেখতে পাবেন। মসজিদের প্রত্যেক দিক থেকে আলাদা একটা ভিন্নতা রয়েছে। একেক দিকের ডিজাইন একেক রকম। এই ভিন্নধর্মী কারুকাজ মসজিদ টা কে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। ওখানে গেলে শুধু যে মসজিদ দেখবেন তা কিন্তু না। সাথে আছে চোখ জুড়ানো কাশবন। দুচোখ যেদিকে যাবে শুধু কাশবন। ঢাকায় ভিতর সুন্দর একটি বিকেল কাটানোর জন্য এটা অসম্ভব ভালো একটা জায়গা। খুব সহজে যেকেউ ঘুরে আসতে পারেন সাউথ টাউন জামে মসজিদে। ইচ্ছে হলে যে কেউ মসজিদে এক ওয়াক্ত নামাজ ও পড়ে আসতে পারেন।

যেভাবে যাবেনঃ ঢাকার যেকোনো জায়গা থেকে প্রথমে যাত্রাবাড়ী আসতে হবে। সেখান থেকে বাস অথবা লেগুনা করে জনপ্রতি ১০ টাকা ভাড়া দিয়ে পোস্তগোলা ব্রিজের গোড়ায় নামতে হবে। পোস্তগোলা ব্রিজের নিচ থেকে সিএনজি অথবা মিনিবাসে করে ২৫ টাকা করে ভাড়া দিয়ে কেরানীগঞ্জ নতুন জেলখানার সামনে নামতে হবে। জেলখানার সামনেই সাউথ টাউন আবাসিক এলাকা। যেকাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে সাউথ টাউন আবাসিক এলাকাটি। একটু পায়ে হেটে সামনে এগিয়ে গেলেই সাউথ টাউন জামে মসজিদ।
যেখানে সেখানে ময়লা ফেলবেন না।
পরিবেশের সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করুন।
ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।

Source: Mahamudul Hassan Nabi <lTravelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment