সাজেক না নীলগিরি

অনেকে কনফিউজড হয়ে যান বা তুলনা করেন। আমি কোন তুলনা করছি না। তবে এক এক স্থানের সৌন্দর্য্য এক এককরকম।

ছবিটি নীলগিরির সূর্যোদয়ের ঠিক আগ মুহুর্তের। আমরা বেশিরভাগ একটু বেলা করে বা বিকালের দিকে নীলগিরি যাই। তাই হয়ত সাজেকের মত মেঘে ডাকা দৃশ্য দেখতে পাই না।
খুব ভোরে ৪ টার দিকে বের হলে নীলগিরির সূর্যোদয় এর অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন।

ঢাকা থেকে বাসে বান্দরবান।
বান্দরবান থেকে চান্দের গাড়িতে নিলগিরি।

Post Copied From;Sakib Mahmud‎>Travelers of Bangladesh (ToB)

Share:

Leave a Comment